জুয়ার ঠেক ঘিরে ফেলে গ্রেফতার ১৪
জুয়ার ঠেক ঘিরে ফেলে ১৪ জন যুবককে গ্রেফতার করলো পুলিশ । বাজেয়াপ্ত হল এক লাখ ৮ হাজার টাকা নগদ "বোর্ড মানি" । বাজেয়াপ্ত হয়েছে চারটি মোটর বাইক এবং একটি চার চাকা গাড়ি । শনিবার গভীর রাতে…
জুয়ার ঠেক ঘিরে ফেলে গ্রেফতার ১৪
জুয়ার ঠেক ঘিরে ফেলে ১৪ জন যুবককে গ্রেফতার করলো পুলিশ । বাজেয়াপ্ত হল এক লাখ ৮ হাজার টাকা নগদ "বোর্ড মানি" । বাজেয়াপ্ত হয়েছে চারটি মোটর বাইক এবং একটি চার চাকা গাড়ি । শনিবার গভীর রাতে মহিষাদল থানার হরিখালি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
হরিখালি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী । নজির পাড়ে ইটভাটা । তার পাশে একটি ঝুড়ির মধ্যে নিয়ম করে জুয়ার ঠেক বসতো । সাধারণের চোখ পড়বে না তেমন ভেবেই দীর্ঘদিন এই ঠেক চলেছে । তার সঙ্গে চলতো মদের আড্ডা, হৈ- হুল্লোড় । বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মানুষ প্রতিবাদও করেছেন । খবর পেয়ে এর আগেও পুলিশ ওই জায়গায় হানা দিয়েছিল । কিন্তু জুয়ার কারবারিদের কিছু জনের কাছ থেকে আগাম ইঙ্গিত পেয়ে গা ঢাকা দিয়েছে জুয়াড়িরা । প্রতিদিনের অভ্যাস মতো শনিবার গভীর রাত পর্যন্ত বেশ জমিয়ে জুয়ার আসর বসেছিল । গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী সেই জুয়ার আসর ঘিরে ফেলে । বেশ কয়েকজন ছুটে পালাবার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি । আসরে থাকা ১৪ জন যুবককে পুলিশ হাতেনাতে ধরে ফেলে । গ্রেফতার করেছে তাদের সকলকে । জুয়ার বোর্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন টাকার পর টাকা । এক লাখ আট হাজার টাকা পুলিশ বাজেয়াপ্ত করে । মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানিয়েছেন," হরিখালিতে জুয়ার ঠেক বসেছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলা হয় । গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে । তাদের ব্যাবহৃত চারটি বাইক এবং একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । চলছে ঘটনার তদন্ত ।" ধৃত ১৪ জনকে রবিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে ।
No comments