চতুর্থ শ্রেণীর ছাত্রীর ক্যান্সার রোগ মুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ছাত্রীটির স্কুলের শিক্ষক-শিক্ষিকা চতুর্থ শ্রেণীর ছাত্রীর ক্যান্সার রোগ মুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ছাত্রীটির স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত…
চতুর্থ শ্রেণীর ছাত্রীর ক্যান্সার রোগ মুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ছাত্রীটির স্কুলের শিক্ষক-শিক্ষিকা
চতুর্থ শ্রেণীর ছাত্রীর ক্যান্সার রোগ মুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ছাত্রীটির স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে অভিভাবক । প্রাথমিক বিভাগ, মহিষাদল গার্লস হাই স্কুলের ঘটনা । স্কুলের ইংরেজি মাধ্যমে চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রীতিশা জানা । গত দেড় বছর ধরে ক্যান্সার আক্রান্ত । মা গৃহবধূ । বাবা কিংকর জানা । পেশায় রঙের মিস্ত্রি । বাবার উপার্জনে কোনরকম সংসার চলে । তারই মধ্যে পরিবারের একমাত্র সন্তানের ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে । মেধাবী ছাত্রীটি ভালো নাচের শিল্পী । তৃতীয় শ্রেণীতে পাঠরত অবস্থায় বাম পায়ের উরুতে ক্যান্সার ধরা পড়ে । ভুবনেশ্বর এইমসে চিকিৎসা । ইতিমধ্যে বিভিন্ন জনের সহযোগিতায় প্রায় ৪ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে এই চিকিৎসার জন্য । কিন্তু ভুবনেশ্বরে ডাক্তারবাবুরা এখন আর তার চিকিৎসার ভরসা পাচ্ছেন না । বেঙ্গালুরুতে এটি বেসরকারি সংস্থায় চিকিৎসার পরামর্শ দিয়েছেন তারা । সেখানে বহু লক্ষ টাকা দরকার প্রীতিশার চিকিৎসার জন্য । কিন্তু এত টাকা কোথা থেকে আসবে সেই চিন্তা এখন ছাত্রীটির পরিবার আত্মীয়-স্বজনদের পেয়ে বসেছে । ছাত্রীর বাবা কিংকর জানা বলেন,"এতদিন মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জনের সহযোগিতা পেয়েছি । কিন্তু এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি আমার মেয়ে । তার চিকিৎসার জন্য এখন কয়েক লাখ টাকা দরকার । সহৃদয় ব্যক্তি, শুভানুধ্যায়ীরা সহযোগিতা করলে মেয়েটিকে আমি সুস্থ করতে পারব ।" প্রীতিশার স্কুলের টিআইসি সুমন সাঁতরা জানিয়েছেন,"ইতমধ্যে মহিষাদল গয়েশ্বরী হাই স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সকলে মিলে ৫০ হাজার টাকা সহযোগিতা করেছেন । আমরা স্কুলের তরফ থেকে ৪০ হাজার টাকা চালা তুলে দিতে পেরেছি । কিন্তু এরপরই বড় ধরনের অপারেশন রয়েছে ছাত্রীর । সেজন্য প্রায় পাঁচ লাখ টাকা খরচ হবে । কোথা থেকে এত টাকা আসবে । সেই দু:শ্চিন্তা আমাদের । সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছাত্রীটির সুস্থ জীবন কামনা করে এগিয়ে এলে চিকিৎসা করা সম্ভব হবে ।" ছাত্রীর বাঁ পায়ের উরুতে কৃত্রিম হাড় বসাতে হবে । সেজন্যই এত খরচ । কিন্তু কি করে সেই খরচের টাকা আসবে সেই প্রশ্ন এখন ছাত্রীর পরিবার থেকে পরিজন , স্কুলের শিক্ষক শিক্ষিকা বন্ধুদের মধ্যে ।
No comments