Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবজাতক শিশুকে সুস্থ রাখতে গেলে মায়ের বুকের দুধের বিকল্প নেই

নবজাতক শিশুকে সুস্থ রাখতে গেলে মায়ের বুকের দুধের বিকল্প নেই

মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপি  প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহও পালন করা হয়ে থাকে। ১৯৯২ সাল থ…

 



নবজাতক শিশুকে সুস্থ রাখতে গেলে মায়ের বুকের দুধের বিকল্প নেই



মায়ের দুধের প্রয়োজনীয়তা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপি  প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহও পালন করা হয়ে থাকে। ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে।প্রথম ৬ মাস শুধুমাত্র বুকের দুধই খাবে শিশু, এমনকি জল,মধু খাওয়ানো যাবে না। এরপর পরিপূরক খাদ্যের সঙ্গে অন্তত দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে।

 বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করল হলদিয়ার আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যাণ্ড রিসার্চ এবং বিধানচন্দ্র রায় হাসপাতাল । শিশুদের কাছে মাতৃদুগ্ধের গুরুত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে । মাতৃদুগ্ধ পানের বিষয়ে মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর রফিকুল রহমান বলেন,"মাতৃদুগ্ধ পান এবং পান করানোর ঘটনায় মা ও শিশু উভয়ই ভালো থাকতে পারবেন । শিশুর পুষ্টি জোগানের পাশাপাশি তার মানুষের বিকাশ, শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আন্ত্রিক,রক্তাল্পতা,এলার্জি প্রভৃতি রোগ ঠেকানো সম্ভব । শিশুকে দুগ্ধ পান করানোর ফলে ব্রেস্ট ক্যান্সার, ডায়াবেটিস রোগ মুক্ত থাকতে পারবেন মায়েরা ।" কলেজের ছাত্র-ছাত্রী, মেডিকেল স্টাফ, এলাকার মায়েদের নিয়ে এদিনের এই সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রীরা মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরতে নাটক প্রদর্শন করেন সোনিয়া আজমি, শর্মিষ্ঠা দাস, অপর্নিতা সরকার, সাহেরী সরকার, নন্দিনী কেসরী। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শ্যামল সরকার, অধ্যাপক ডক্টর কৌশিক গোস্বামী, অধ্যাপিকা সৌমিতা রায়, শীলা গোস্বামী, ডক্টর সুজন জানা, অরূপ রায়, এস এম হোসেনী, সমীর রঞ্জন খাঁড়া, সুকান্ত সেন আয়েশা রহমান ডক্টর অঞ্জিতা পান্ডে প্রমুখ । এই সচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট, ব্যানার ছাড়ানো হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে ।


No comments