সাংবাদিকরা কলমের সাথে হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড We want justice.দোষীর ফাঁসি চাই।মন খুলে বাঁচুক সবাই।বোনেদের আগলে রাখবে ভাইরা।আদালতের উপর আস্থা আছে "দোষীদের শাস্তি চাই"।আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চাই।&quo…
সাংবাদিকরা কলমের সাথে হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড
We want justice.দোষীর ফাঁসি চাই।
মন খুলে বাঁচুক সবাই।
বোনেদের আগলে রাখবে ভাইরা।
আদালতের উপর আস্থা আছে "দোষীদের শাস্তি চাই"।
আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চাই।
"চলবে কলম" হবে প্রতিবাদ।
হ্যাঁ,এবার এই সমস্ত স্লোগান নিয়েই পথে নামলেন শিলিগুড়ির সাংবাদিকরা। হাতে প্ল্যাকার্ড আর মোমবাতি।
বোন তোমার সাথে হওয়া নির্মম ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে আমরাও।
পথে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্লাব কক্ষের সামনে থেকে মৌন প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। ডান বাম বিভিন্ন সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী থেকে শুরু করে ক্রীড়া প্রেমী, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতারা, ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা, মহিলারা, এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান পর্যন্ত পথে নেমে আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আদালতের কাছে।
এবার পথে সাংবাদিকরা। সন্ধ্যায় শিলিগুড়ি শহরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের শতাধিক সাংবাদিকরা মৌন প্রতিবাদ মিছিলে পা মেলান।শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণ থেকে বেরিয়ে এই মিছিল কাছারি রোড হয়ে হাসমি চক হয়ে হিলকার্ট রোড হয়ে সেবক মোর হয়ে পুনরায় হাসমির চক হয়ে জার্নালিস্ট ক্লাবের সামনে এসে শেষ হয়। ফ্লেক্স ব্যানার পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে সাংবাদিকরা নামেন পথে।
দাবি একটাই দ্রুত বিচার হোক আর জি করের ঘটনার। কঠোর শাস্তি হোক অভিযুক্তের। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পদাধিকারী থেকে শুরু করে সকল সদস্য সদস্যারা এই প্রতিবাদ মিছিলে শামিল হন। "কলম চলছে ক্যামেরা চলছে" তবুও পথে নামা। কারণ সাংবাদিকরাও তো সমাজের অঙ্গ। সাংবাদিকদেরও অধিকার রয়েছে অন্যায়ের প্রতিবাদ করার। আর সেই কারণেই তো সাংবাদিকদের সংগঠন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রতিবাদের ময়দানে। শান্তিপূর্ণ মৌন এই মোমবাতি মিছিল হাশমি চকে এসে শেষ হবার পর সেখানে অকালে হারিয়ে যাওয়া বোনের প্রতিকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন সাংবাদিক ভাই বোনেরা।
No comments