"আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য" এই বার্তা দিয়ে কাস্টোমার ডে পালিত হল ইন্ডিয়ান ব্যাংকে"
সারা রাজ্যের সাথে হলদিয়াতে একই সাথে পালিত হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক কাস্টমার ডে, "আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য"
পূর…
"আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য" এই বার্তা দিয়ে কাস্টোমার ডে পালিত হল ইন্ডিয়ান ব্যাংকে"
সারা রাজ্যের সাথে হলদিয়াতে একই সাথে পালিত হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক কাস্টমার ডে, "আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য"
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া দুর্গাচক কলোনি বাজার নিকট অবস্থিত indian bank প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সকল গ্রাহকদের পরিষেবা দিয়ে চলছে ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/t9fuzY_NwyI
বিশেষ সূত্রে জানা যায় এই ব্যাংকটি পাবলিক সেক্টর ব্যাংক নামেই পরিচিত ১৯০৭ সালে প্রতিষ্ঠিত চেন্নাই সদর দপ্তরে প্রায় ১১৭ বছরে পড়ল এই ব্যাংক। দেশ-বিদেশ সহ সারা ভারতবর্ষে মোট ৫ ৮৪৭ টি শাখা রয়েছে। কনজিউমার ব্যাঙ্কিং কর্পোরেট ব্যাঙ্কিং ,ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স, মর্টগেজ লোন, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, মার্চেন্ট ব্যাঙ্কিং ,প্রাইভেট ইকুইটি প্রাইভেট ব্যাঙ্কিং , সেভিংস, সম্পদ ম্যানেজমেন্ট এবং ক্রেডিট কার্ড পরিষেবা দিয়ে থাকেন।ব্যবসায়ী ও গৃহ লোন, এছাড়া মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন সময়ে লোন দিয়ে থাকেন ইন্ডিয়ান ব্যাঙ্ক।
আজ ২২শে আগস্ট ইন্ডিয়ান ব্যাঙ্কের উদ্যোগে পালিত হল কাস্টমার দিবস। প্রায় ৩০ জন যারা বিভিন্ন ক্ষেত্রে লোন নেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন তাদের লোনের অনুমোদন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ব্যাংক ম্যানেজার তিনি বলেন গ্রাহকদের বিভিন্ন পরিষেবার সাথে ফিক্স ডিপোজিট, গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ব্যাংক কর্মীরা গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন।
আজকের কাস্টমার ডে পালিত হল পশ্চিমবঙ্গ রাজ্যের একই সাথে সমস্ত ইন্ডিয়ান ব্যাংকের শাখাতে। ইন্ডিয়ান ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল চিফ জোনাল ম্যানেজার বিজয় কুমার সিংহ ভার্চুয়ালি সকল কাস্টমারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। হলদিয়া দুর্গাচক অবস্থিত ইন্ডিয়ান ব্যাঙ্ক ম্যানেজার সঙ্গীতা ঝাঁ তিনিও সকল গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য সচেষ্ট হলেন এবং কি কি বিষয় এই ব্যাংক থেকে পরিষেবা পাওয়া যায়। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক ইন্ডিয়ান ব্যাঙ্ক ম্যানেজার সঙ্গীতা ঝাঁ।
No comments