Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর জি কর কাণ্ডে শিল্প তালুক জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল

আর জি কর কাণ্ডে শিল্প তালুক  জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল

আরজি করে তরুণী চিকিৎসকের জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ২২ শে আগস্ট হলদিয়ায় জাতীয় কংগ্রেসের ডাকে পথে নামলেন নানাস্তরের মানুষ। তাঁদের সোচ্চার প্রতিবাদে মুখর হল …

 



আর জি কর কাণ্ডে শিল্প তালুক  জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল



আরজি করে তরুণী চিকিৎসকের জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ২২ শে আগস্ট হলদিয়ায় জাতীয় কংগ্রেসের ডাকে পথে নামলেন নানাস্তরের মানুষ। তাঁদের সোচ্চার প্রতিবাদে মুখর হল শিল্পশহরের রাজপথ। মিছিল ও পথসভায় মহিলাদের গলায় 'উই ওয়ান্ট জাস্টিস' শ্লোগানে কেঁপে উঠল আকাশ বাতাস। মোমবাতি প্রজ্জ্বলন করে 'অভয়া'র প্রতি শ্রদ্ধা জানানোর সঙ্গে প্রতিবাদের অগ্নিশিখা জ্বালিয়ে সভার সূচনা করেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। তাঁর উপস্থিতিতেই গান, কবিতার অমোঘ উচ্চারণে ঝড় উঠল প্রতিবাদ মঞ্চে।

হলদিয়া মহকুমার কংগ্রেসের উদ্যোগে আর জি কর কান্ডের প্রতিবাদে , সুবিচারের দাবিতে হলদিয়া শহরের গিরিশ মোড় থেকে  দূর্গাচক পর্যন্ত এক মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে একটি পথসভা হয় এবং মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতা নিহত ডাক্তারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ‌। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, মহিলা নেত্রী মানসী দে শেঠ, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রনব দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, বারিদবরন মহান্তি ও শিউ মাইতি,  শ্রমিক নেতা সুদর্শন মান্না,  জেলা যুব কংগ্রেসের সভাপতি সেক মাতিন, ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময় মন্ডল, বিশিষ্ট নাট্যকার দেবু ঘোষ, বিশিষ্ট কবি দেবপ্রসাদ মন্ডল, মহিলা নেত্রী কাজল দাস এবং কংগ্রেসের নেতা নেত্রীগন ও অসংখ্য সাধারণ মানুষ। সভাপতিত্ব করেন হলদিয়া মহকুমা কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর মাজী। কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

No comments