Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফিল্মি কায়দায় বিমানে করে চুরি করতে এসে পুলিশের হাতে ধরা

ফিল্মি কায়দায় বিমানে করে চুরি করতে এসে পুলিশের হাতে ধরাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Iys8aHYWmCM
আজ যে খবর আপনাদের সামনে নিয়ে আসছি তা দেখে চমকে যাবেন আপনিও।সত্যিই এক অবাক করা কাহিনী।বিমানে করে শিলিগুড়িতে এসে চুরি! দু…

 



 ফিল্মি কায়দায় বিমানে করে চুরি করতে এসে পুলিশের হাতে ধরা

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Iys8aHYWmCM


আজ যে খবর আপনাদের সামনে নিয়ে আসছি তা দেখে চমকে যাবেন আপনিও।

সত্যিই এক অবাক করা কাহিনী।বিমানে করে শিলিগুড়িতে এসে চুরি! দুই ভিভিআইপি চোরকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ।

কি অবাক হলেন তাই তো?কিন্তু এমনটাই ঘটেছে।

চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর।এরপর একটি হোটেলে চুরির ঘটনা ঘটায় দুই দুষ্কৃতিক।যদিও ২৪ ঘণ্টার মধ্যেই ঐ ২ ভিভিআইপি চোরকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ।ধৃতদের মধ্যে সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলীর বাসিন্দা।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়।প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা।এরপর মঙ্গলবার পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে ধৃতরা।

সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়। রাতে এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার।তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে করে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। 

No comments