Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকরা হাতুড়ির সাথে হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড

শ্রমিকরা হাতুড়ির  সাথে, হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড We want justice.দোষীর ফাঁসি চাই।মন খুলে বাঁচুক সবাই।মেয়েদেরকে আগলে রাখব আমরা অভিভাবকআদালতের উপর আস্থা আছে "দোষীদের শাস্তি চাই"।আর জি কর কাণ্ডে দ্রুত বিচ…

 




শ্রমিকরা হাতুড়ির  সাথে, হাতে তুলে নিয়েছে মোমবাতি আর প্ল্যাকার্ড 

We want justice.দোষীর ফাঁসি চাই।

মন খুলে বাঁচুক সবাই।

মেয়েদেরকে আগলে রাখব আমরা অভিভাবক

আদালতের উপর আস্থা আছে "দোষীদের শাস্তি চাই"।

আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চাই।

"সৃষ্টির জন্য শ্রমিকদের হাতে হাতুড়ি চলবে " হবে প্রতিবাদ।

হ্যাঁ,এবার এই সমস্ত স্লোগান নিয়েই পথে নামলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটি। হাতে প্ল্যাকার্ড আর মোমবাতি।

বোন, মেয়ে, কন্যা তোমার সাথে হওয়া নির্মম ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথেও আমরা।


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/7LK7vWk42NI

কলিকাতার রাজ ময়দানে আমরা রয়েছি তোমার সুবিচারের দাবি নিয়ে। ভারতীয় মজদুর সংঘ বিএমএস, সুবোধ মল্লিক স্কয়ার থেকে  হাতে মোমবাতি , প্ল্যাকার্ড ঘনঘন দাবি দোষীদের শাস্তি চাই। প্রতিবাদ মিছিল  কলিকাতার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। ডান বাম বিভিন্ন সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী থেকে শুরু করে ক্রীড়া প্রেমী, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতারা, ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা, মহিলারা, এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান পর্যন্ত পথে নেমে আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন আদালতের কাছে।

এবার পথে শ্রমিকরা  প্রতিবাদ মিছিলে পা মেলান। ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটি উদ্যোগে সুবোধ মল্লিক স্কয়ার  থেকে বেরিয়ে এই মিছিল রানী রাসমণি রোড এসে প্রতিবাদ মিছিল শেষ হয় একটাই দাবি দ্রুত বিচার হোক আর জি করের ঘটনার  কঠোর শাস্তি হোক অভিযুক্তের। 

ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির পদাধিকারী থেকে শুরু করে সকল সদস্য সদস্যারা এই প্রতিবাদ মিছিলে শামিল হয়। "হাতুড়ি ঠক ঠক আওয়াজ নতুন সৃষ্টি তৈরি করার সংকল্প নিয়েছে শ্রমিকরা" তবুও পথে নামা। কারণ শ্রমিকরা নতুন কিছু তৈরি করার তো সমাজের অঙ্গ।

 কলিকাতার রাজপথে প্রতিবাদের মিছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ  মোমবাতি মিছিল  কলিকাতা সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি রোড রাসমনির প্রতীকৃতির সামনে সেখানে অকালে হারিয়ে যাওয়া  তিলোত্তমা বোনের প্রতিকী ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেন ভারতীয় মজদুর সংঘের সকল সদস্যবৃন্দ জানালেন রাজ্য কমিটির সভাপতি প্রদীপ বিজলী।

No comments