মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ওপর বিজেপির গুণ্ডাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠেছে নন্দীগ্রাম
মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ওপর বিজেপির গুণ্ডাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠেছে নন্দীগ্রাম । দোষীদের কঠিন সাজার দাবিত…
মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ওপর বিজেপির গুণ্ডাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠেছে নন্দীগ্রাম
মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী ওপর বিজেপির গুণ্ডাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠেছে নন্দীগ্রাম । দোষীদের কঠিন সাজার দাবিতে পথে নামছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা,কর্মী, সমর্থকরা । "সবার গলায় একটাই স্বর/ জাস্টিস ফর আর জি কর/জাস্টিস ফর গোকুলনগর ।" এই স্লোগান সামনে রেখে ২১ ,২২, ২৩, ২৭ এবং ২৮ আগস্ট নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে ধারাবাহিক অবস্থার বিক্ষোভ কর্মসূচি চলবে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত । এ প্রসঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছে,"১৬ আগস্ট রাতে নন্দীগ্রামে গোকুলনগরে মাম্পি দাস নেমে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এবং তার নাবালিকা মেয়ের উপর পাশবিক অত্যাচার করেছে বিজেপির গুণ্ডাবাহিনী । জখম অবস্থায় গৃহবধূ এখন কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন । অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় বাড়ির বাইরে রয়েছে । প্রতিহিংসার রাজনীতির ধারক বাহক বিজেপির এই নক্কার জনক ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা । এই ঘটনায় যতজন জড়িয়ে আছে তাদের প্রত্যেককে পুলিশ গ্রেফতার করবে এবং কঠিন সাজা দেবে । এই দাবি রাখছি আমরা ।" ঘটনা জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে । তাদের মধ্যে ছয়জন রয়েছেন জেলে হেফাজতে । বাকি এক জনের পুলিশি হেফাজত হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে ।
No comments