নির্মাণের পাঁচ বছর পর নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঙ্গলবার দখল নিল হলদিয়া পুরসভা
নির্মাণের পাঁচ বছর পর নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঙ্গলবার দখল নিল হলদিয়া পুরসভা । শুধু তাই নয়, সেই নতুন ভবনে অঙ্গনওয়াড়ি কচিকাঁচাদের পঠনপাঠন শুরু হ…
নির্মাণের পাঁচ বছর পর নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঙ্গলবার দখল নিল হলদিয়া পুরসভা
নির্মাণের পাঁচ বছর পর নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঙ্গলবার দখল নিল হলদিয়া পুরসভা । শুধু তাই নয়, সেই নতুন ভবনে অঙ্গনওয়াড়ি কচিকাঁচাদের পঠনপাঠন শুরু হল । নতুন বাড়ি পেয়ে রীতিমতো খুশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া থেকে শিক্ষিকা, অভিভাবক সকলেই ।
পাঁচ বছর আগে হলদিয়া পুরসভা ২৩ নম্বর ওয়ার্ডের রামগোপালচকে সরকারি জায়গায় ২০ লাখ টাকা খরচে নির্মাণ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । কিন্তু স্থানীয় একটি ক্লাব সেটি দখল করে বসে । অগত্যা নিরুপায় হয়ে শিশু ও মায়েদের যেতে হয় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অস্থায়ীভাবে তৈরি বাঁশের চাঁচের ঘরে । ২৩ নম্বর ওয়ার্ডের রামগোপালচকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রতিবাদে সরব হন এলাকার বাসিন্দারাও । তাঁরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন । কি করে সরকারি জায়গায় গড়ে ওঠা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ক্লাব দখল করার সাহস পায় তা নিয়েও তরজা চলতে থাকে । এলাকার মানুষের আশা ছিল ছোট শিশুরা এবং মায়েরা এই জায়গায় সুষ্ঠু পরিষেবা পাবেন । কিন্তু সেখানে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল । ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরই স্থানীয় ক্লাবের সদস্যরা ওই নতুন বাড়িটি দখল করে বসে বলে অভিযোগ । রীতিমত 'নেতাজী সংঘ' নাম লিখে অঙ্গনওয়াড়ি ভবনে চলেছে ক্লাব । স্বাভাবিকভাবে এলাকার শিশু ও মায়েরা সেখানে আর ভিড়তে পারতেন না । যা দেখে রীতিমতো হতবাক এলাকার বাসিন্দারা । ক্লাব সদস্যদের একাংশের দাবি, সেখানে আগে ক্লাব ছিল । সেই জায়গায় নতুন ভবন তৈরির সময় পুরসভা তরফে বলা হয়েছিল নিচে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র । দ্বিতলে থাকবে ক্লাব । এই শর্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে ওঠে বলে ক্লাব কর্তৃপক্ষের দাবি । যেহেতু নতুন ভবনের দ্বিতল এখনো গড়ে ওঠেনি, তাই জোর করে শিশু ও মায়েদের জন্য গড়ে ওঠা বাড়িটি তারা দখল করেছেন ।
ক্লাবের সভাপতি অশোক মণ্ডলের দাবি, "পুরসভার তরফে নতুন করে ক্লাব তৈরি করে দেওয়ার অঙ্গীকার করাতেই জমি দেওয়া হয়েছিল । পুর কর্তৃপক্ষ তাদের দেওয়া কথা রাখেনি। তাই আমরা ওই নতুন ভবনে এই ক্লাব করে নিয়েছি । এখন আমরা ওই বাড়িটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ছেড়ে দিয়েছি ।" সরকারের জমির ওপর ক্লাব গড়ে উঠেছে। আবার সরকারি প্রকল্পের কাজে বাধা হচ্ছে ক্লাব । প্রশাসনিকভাবে ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি তুলেছিলেন বহু বাসিন্দা । পাঁচ বছর ধরে ভবনটি জবরদখল করে ক্লাব চলছে বলে অভিযোগ । মঙ্গলবার ক্লাবের সেই জারিজুরি টিকলো না । ওই কেন্দ্রের কর্মী মিনু ভূঁইয়া মণ্ডল বলেন ," নতুন বাড়ি পেয়ে আমরা ভীষণ খুশি । শিশু এবং মায়েদের সুষ্ঠু পরিষেবা দিতে সুবিধা হবে ।"এ বিষয়ে হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "খাস জমিতে অঙ্গলওয়াড়ি কেন্দ্র নির্মিত হয়েছে জানি । ভূমি দপ্তরকে দিয়ে ওই জায়গায় ফের সমীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি । সেখানে ক্লাবের কোনো দাবি কিংবা প্রশ্ন থাকতে পারে না ।" নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে খুশির হাওয়া এলাকায় ।
No comments