সুপ্রিম কোর্টের নির্দেশ চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন
আর জি কর কাণ্ড নিয়ে সারা দেশে কার্যত তোলপাড় চলছে। আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট…
সুপ্রিম কোর্টের নির্দেশ চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন
আর জি কর কাণ্ড নিয়ে সারা দেশে কার্যত তোলপাড় চলছে। আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানিতে বড়সড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। কলকাতা ছাড়াও হায়দরাবাদ, আহমেদাবাদের মতো শহরে বারে বারেই হেনস্তার মুখে পড়তে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। তাই, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই টাস্ক ফোর্স আগামী তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পরবর্তীতে দু’মাসের মধ্যে জমা দিতে হবে ফাইনাল রিপোর্ট।
কারা এই ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্য হবেন?
কাদের নিয়ে এই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হবে, তাও জানিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বেঞ্চের তরফে। ওই টাস্ক ফোর্সে নেতৃত্বে থাকছেন ভারতীয় নৌবাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল, অ্যাডমিরাল আরতি সরিন। এছাড়াও, ১০ সদস্য বিশিষ্ট এই দলে থাকবেন ডাঃ ডি নাগেশ্বর রেড্ডি, ডাঃ এম শ্রীনিবাস, ডাঃ প্রতিমা মূর্তি, ডাঃ গোবর্ধন দত্ত পুরী, ডাঃ সৌমিত্র রাওয়াত, ডাঃ পদ্ম শ্রীবাস্তব, অধ্যাপক অনিতা সাক্সেনা এবং অধ্যাপক পল্লবী সাপ্রে।
ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ কী হবে?
আগামী দু’ সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে প্রাথমিক ভাবে রিপোর্ট জমা দেবে ন্যাশনাল টাস্ক ফোর্স। কোন হাসপাতালের নিরাপত্তা কেমন রয়েছে, হাসপাতালের রেস্ট রুমে চিকিৎসকেরা কী কী সুবিধা পান, সিসিটিভি কতটা এলাকা কভার করছে, হাসপাতালের কোথায় কতজন নিরাপত্তা রক্ষী রয়েছেন – এই সব বিষয়গুলিও খতিয়ে দেখবে ন্যাশনাল টাস্ক ফোর্স।
এই সংক্রান্ত রিপোর্ট টাস্ক ফোর্স জমা দেবে কেন্দ্রের কাছে। সরকারের তরফে হলফনামা আকারে তা পেশ করা হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি, চিকিৎসকদের নিয়ে গঠিত ওই টাস্ক ফোর্স হাসপাতালের নিরাপত্তা নিয়ে পরামর্শও দিতে পারে। চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা যেতে পারে সেই সংক্রান্ত সুপারিশও করতে পারে ন্যাশনাল টাস্ক ফোর্স। যা গোটা দেশেই কার্যকর করা হবে।
No comments