সিটাডেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির
ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/a_gkRVlLAxM
রক্তদান জীবন দান তার সঙ্গে বৃক্ষরোপণ বৃক্ষ বাঁচাও কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আয়োজনে সিটাডেল ফাউন্ডেশন…
সিটাডেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/a_gkRVlLAxM
রক্তদান জীবন দান তার সঙ্গে বৃক্ষরোপণ বৃক্ষ বাঁচাও কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আয়োজনে সিটাডেল ফাউন্ডেশন, চৈতন্যপুর। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা পাহাড়ি, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়, প্রধান শিক্ষিকা। উপস্থিত ছিলেন লক্ষ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি, বিশিষ্ট কবি ও সমাজসেবী এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার কর্ণধর ধনঞ্জয় মাঝি বক্তব্য প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে তার সঙ্গে বৃক্ষদানের মাধ্যমে বৃক্ষরোপনের বার্তা দিয়েছে। আজ চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় ৬৩ জন রক্ত দিলেন।
No comments