হলদিয়া আজাদ হিন্দ নগরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল
সারা রাজ্য উত্তাল জুনিয়ার মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে।আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকয়েকদিন আগে মধ্যরাতে দ্বিতীয় বর্ষের জুনিয়ার মহিলা চিকিৎসক মেডিকেল কল…
হলদিয়া আজাদ হিন্দ নগরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল
সারা রাজ্য উত্তাল জুনিয়ার মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে।আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকয়েকদিন আগে মধ্যরাতে দ্বিতীয় বর্ষের জুনিয়ার মহিলা চিকিৎসক মেডিকেল কলেজের সেমিনার রুমে ধর্ষণ হয়। অভিযোগ রুমে ঢুকে ধর্ষণ ও হত্যা ঘটায় ,তা চরম নিন্দনীয়। এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায়।
হলদিয়া আজাদ হিন্দ নগরের বাসিন্দারা সকলে মিলে মন্দিরের সামনে থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হয় আজাধীন নগর এলাকায় ঘুরে তাদের মিছিল শেষ হয়। মেয়েরা রাত দখল করো ,মেয়েরা রাস্তা দখল করো এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং প্রতিবাদ গর্জে উঠেছে সকল নাগরিক সমাজ তারা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করলেন হাতে মোমবাতি প্লাগার্ড ও দাবি সনদ নিয়ে। জুনিয়ার মহিলা ডাক্তারের আত্মার শান্তি কামনা করলেন যারা উক্ত ঘটনায় জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি করলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অমল কুমার বোস, আইনজীবী শ্রীমতি মধুমিতা ভট্টাচার্য, অবিনাশ দাস, স্বদেশ রঞ্জন পাল, শ্রী তারক মন্ডল, সুশান্ত কুমার, বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতি স্বাতী সাহা, শ্রীমতি টিঙ্কু চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবীকা গার্গী মুখার্জি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
No comments