সামাজিক কল্যাণমূলক কাজে বিশেষ জোর দিল সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেড । রবিবার সুতাহাটা বিডিও অফিসের সভাঘরে আয়োজিত সংস্থার বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হল…
সামাজিক কল্যাণমূলক কাজে বিশেষ জোর দিল সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেড । রবিবার সুতাহাটা বিডিও অফিসের সভাঘরে আয়োজিত সংস্থার বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হলো । সংস্থার সম্পাদক শ্যামল পট্টনায়ক জানিয়েছেন,"সামাজিক কল্যাণমূলক কাজে এই সমবায় বিগত দিনের মতো আগামী দিনেও বেশি গুরুত্ব দিয়েছে । মানুষকে চলতে হবে । মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা আমাদের সংগঠনের মূল মন্ত্র । তাই সমস্ত সদস্যদের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ।" শুধু কথা নয়, এদিন সংস্থার কর্মকাণ্ড কাজেও প্রমাণিত হয়েছে । অবসরপ্রাপ্ত ১৩ জন সরকারি কর্মচারীকে সংবর্ধিত করেছেন তারা । সেই সঙ্গে চলতি বছরে এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয়েছে সভার তরফ থেকে । সভায় উপস্থিত ছিলেন হলদিয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা দেবায়ন চক্রবর্তী, সুতারা ব্লকের সহ কৃষি অধিকর্তা সব্যসাচী মন্ডল, আয়োজক সংস্থার সভাপতি নটরাজ গিরি, সহ-সম্পাদক সুজয় পন্ডা, বোর্ড অফ ডিরেক্টর চন্দন বেরা প্রমুখ ।
No comments