নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম,নড়াইল ডেস্কঃ নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে বিকালে বৈষম্য বিরোধী আন্দোলনের লোহাগড়া উপজেলার ছাত্রছাত্রীদের সাথে ম…
নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম,নড়াইল ডেস্কঃ নড়াইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে বিকালে বৈষম্য বিরোধী আন্দোলনের লোহাগড়া উপজেলার ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট রোববার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল আর্মি ক্যাম্পের সিও লেঃ কর্নেল শেখ শেফায়েত আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক মো. সিদ্দিকুর রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোহাগড়া উপজেলার ছাত্র ছাত্রী সহ অভিভাবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকালে নড়াইল জেলা প্রশাসক এর দপ্তরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী মহোদয় এর সাথে মতবিনিময় করেন লোহাগড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভিভাবক হিসাবে মাঠে থাকা বিশিষ্ট মানবিক সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম এর সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র মোঃ আবু তালহা,জাকিয়া সুলতানা, বাঁধন মল্লিক, মাহমুদ হাসান,সৈয়দ আবদুল্লাহ আল আরাফ, শাহারিয়ার সাদিক,উর্মি হোসেন,তাসনিম তিশা সহ দশজন ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ধৈর্যের সঙ্গে ছাত্র ছাত্রীদের বিভিন্ন কাজের অগ্রগতি সফলতার কথা শুনে পাশে থাকার আশ্বাস দিয়ে বিস্তারিত প্রতিবেদন আকারে লিখে দিলে ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান।
ছাত্র ছাত্রীরা জেলা প্রশাসক এর কাছে খোলামেলা আলাপ আলোচনায় তাদের অভিজ্ঞতা বর্ননা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, রেজিস্ট্রি অফিস, প্রাণী সম্পদ দপ্তর সহ বাজার মনিটরিং এর বিষয়ে বিস্তারিত ভাবে লোহাগড়ার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।
No comments