আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের স্বাস্থী চেয়ে এবার ধর্নায় বসলো সাউৎখন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের সাউৎখন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস এর ডাকে এবার আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের স্বাস্থী চেয়…
আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের স্বাস্থী চেয়ে এবার ধর্নায় বসলো সাউৎখন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের সাউৎখন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস এর ডাকে এবার আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের স্বাস্থী চেয়ে ধর্নায় বসলো সাউৎ খন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেস । তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধোপাধ্যায় নির্দেশ মতো আজ সকাল থেকে সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েত এর সামনে ধর্নায় বশলো তৃণমূল কর্মীরা। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ এর নেত্রিতে আজ ধর্নায় বসে তৃণমূল কংগ্রেস কর্মিরা।
এই ধর্না মঞ্চ থেকে আরজি করের ঘটনায় ধিক্কার জানিয়ে দোষীদের কঠোর সাস্থির দাবি করে সরব হন নেতা থেকে তৃণমূল কর্মিরা ।
এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ,ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, পঁচেট গ্রাম পঞ্চায়েত প্রাপ্তন উপ প্রধান প্রনপ কর ,জেলা পরিষদ সদস্য প্রনতি আচার্য দাস,সাউৎখন্ড অঞ্চল তৃণমূল সভাপতি রমাকান্ত জানা,পটাশপুর 2 নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোনরঞ্জন দাস, খাদ্য কর্মাধ্যক্ষ সোনালী দিন্ডা এছাড়া সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার ২২ টি বুথের সমস্ত নেত্রিত উপস্থিত ছিলেন।
No comments