প্রাথমিক বিদ্যালয় স্তরে শিশুদের পঠনপাঠনের মান উন্নয়ন বিষয়ে দু'দিনের রাজ্য সম্মেলন শুরু হলো হলদিয়ায় । শনিবার হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন সভা ঘরে শিক্ষা আলোচনা সোসাইটির উদ্যোগে সপ্তম বার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয়…
প্রাথমিক বিদ্যালয় স্তরে শিশুদের পঠনপাঠনের মান উন্নয়ন বিষয়ে দু'দিনের রাজ্য সম্মেলন শুরু হলো হলদিয়ায় । শনিবার হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন সভা ঘরে শিক্ষা আলোচনা সোসাইটির উদ্যোগে সপ্তম বার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয়েছে । রাজ্য ২১ টি জেলার বহু শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন । শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে পঠন-পাঠনের আনুষঙ্গিক শিক্ষা কর্মকান্ড হিসেবে হাতের কাজের ওপর জোর দেওয়া হয়েছে । তাদের নতুন চিন্তাভাবনা, নতুন আবিষ্কার ক্ষমতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় বারবার উঠে এসেছে । নোবেল জয়ী বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শিক্ষা নির্ভর ভাবনাচিন্তাগুলোকে কার্যকর করতে সভায় পরামর্শ দেওয়া হয় । সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য মেলা,কমিউনিটি মিটিং ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়েছে সভায় । আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় বেশি সংখ্যক প্রাথমিক বিদ্যালয়গুলোকে যুক্ত করে এই কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষা আলোচনা সোসাইটির অন্যতম কর্মকর্তা রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত শিক্ষক সুকুমার শেঠ ।
No comments