Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর জি কর ঘটনার প্রতিবাদ করে হলদিয়া রাজপথে শিক্ষক-শিক্ষিকাগণ

আর জি কর ঘটনার প্রতিবাদ করে হলদিয়া রাজপথে শিক্ষক-শিক্ষিকাগণ কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই, আবার কখনো স্লোগান হচ্ছে? সি বি আই কে উত্তর দিতে হবে, আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস এর শ্লোগান উঠছে মিছিল থেকে। শনিবার পূর্ব ঘোষণা অন…

 




আর জি কর ঘটনার প্রতিবাদ করে হলদিয়া রাজপথে শিক্ষক-শিক্ষিকাগণ 

কখনো স্লোগান উঠছে দোষীদের বিচার চাই, আবার কখনো স্লোগান হচ্ছে? সি বি আই কে উত্তর দিতে হবে, আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস এর শ্লোগান উঠছে মিছিল থেকে। শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় হলদিয়া শিল্প এলাকার সকল স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ পথে নামেন হাতে প্ল্যাকার্ড, we one justice এর স্লোগান।

হলদিয়া ক্ষুদিরাম স্কয়ার থেকে সুপারমার্কেট পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের  আরজিকর ঘটনা সঙ্গে যুক্তদের কঠোরতম শাস্তি দাবিতে মিছিল হয়। মিছিল শেষে  সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হলদিয়া গভমেন্ট স্পসন্ড বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক হরিদাস ঘটক এবং আগামীকাল বিকাল তিনটা দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ার থেকে সুতাহাটা পর্যন্ত আরজিকর ঘটনা দোষীদের শাস্তির দাবিতে ডাক্তার, শিক্ষক, উকিল, ছাত্র-ছাত্রী সর্বস্তরের মানুষদের নিয়ে প্রতিবাদ মিছিলে থাকার জন্য আহ্বান জানালেন।




No comments