কুৎসিত ভাষায় আক্রমণ? ডাং দিয়ে পেটাবেন মন্ত্রী, ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রীর!
তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসাতে বাধা দিয়ে কারামন্ত্রীর রোষে কাঁথির মহিলা রেঞ্জ অফিসার। তাজপুর সমুদ্র সৈকত চত্বরে অবৈধভাবে দোকান বসায় বন দপ্…
কুৎসিত ভাষায় আক্রমণ? ডাং দিয়ে পেটাবেন মন্ত্রী, ফরেস্ট অফিসারকে হুমকি মন্ত্রীর!
তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসাতে বাধা দিয়ে কারামন্ত্রীর রোষে কাঁথির মহিলা রেঞ্জ অফিসার। তাজপুর সমুদ্র সৈকত চত্বরে অবৈধভাবে দোকান বসায় বন দপ্তরের তরফ থেকে বাধা দিতে গেলে কার্যত মন্ত্রীর রোশের মুখে ফরেস্ট অফিসার। মন্ত্রীকে কার্যত হুমকি দিতে দেখা গেল ফরেস্ট অফিসারকে। ডাং নিয়ে পেটাবো বলে ফরেস্ট অফিসার কে বললেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। পাশাপাশি আপনি বেশিদিন থাকতে পারবেন না আপনার আয়ু ৭ থেকে ১০ দিন এমনটাই বলেন কারা মন্ত্রি অখিল গিরি।
No comments