Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই মুহুর্তের বড় খবর পদত্যাগ করছেন মন্ত্রী অখিল গিরি?

এই মুহুর্তের বড় খবর পদত্যাগ করছেন মন্ত্রী অখিল গিরি?
মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি, তবে মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক !শনিবার কাঁথির মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথার বন্য…

 

এই মুহুর্তের বড় খবর পদত্যাগ করছেন মন্ত্রী অখিল গিরি?


মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিচ্ছেন অখিল গিরি, তবে মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিলেন রামনগরের তৃণমূল বিধায়ক !শনিবার কাঁথির মহিলা রেঞ্জারের সঙ্গে কুকথার বন্যা বইয়ে দিয়েছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। সেই ঘটনার জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগের বার্তা দেয় দলের শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশকে মাথা পেতে নিয়ে রবিবার মন্ত্রীত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন অখিল গিরি। তবে মহিলা রেঞ্জারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অখিল জানিয়ে দেন, উনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না। তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।

অখিল জানান, “আমি পদত্যাগ পত্র ইমেল মারফৎ পাঠিয়ে দিচ্ছি। সোমবার এই পদত্যাগপত্র পৌঁছে যাবে”। অখিল জানান, “মুখ্যমন্ত্রী হয়তো ব্যাথা পেয়েছেন। সেই কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি কারও কাছে আমি আবেদন করব না। আমার কাছে যখন নির্দেশ এসেছে তখন আমি পদত্যাগ করছি। আজ মেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিচ্ছি”। 

সূত্রের খবর, কাঁথির মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে কুকথার ভিডিও প্রকাশ্যে আসার পরেই দল কোনও ভাবেই অখিল গিরির পাশে দাঁড়াচ্ছে না বলে স্পষ্ট বার্তা দেন কুনাল ঘোষ। এরপরেই অখিলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। অখিল জানান, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তার জন্য তিনি অনুতপ্ত। তবে মহিলা অফিসারের বিরুদ্ধে নিজের ক্ষোভ চাপা থাকেনি অখিলের কথায়। এলাকার মানুষদের সঙ্গে মহিলা অফিসারের আচরণের বিরুদ্ধেও তিনি পুনরায় সরব হন।ইতিমধ্যে দলের ওপর তলা থেকে অখিলকে জানিয়ে দেওয়া হয় তিনি হয় পদত্যাগ করুন। না হলে তাঁকে প্রয়োজনে বরখাস্ত করা হবে। যা তৃণমূল সরকারের ইতিহাসে নজির বিহীন ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে জল বেশীদূর গড়ানোর আগেই নিজের মন্ত্রীত্ব থেকে পদত্যাগের কথা জানিয়ে দিলেন অখিল। অখিলের মতে, আমি একাধিকবার বিধায়ক হয়েছি। ২০২১ সালে প্রথমবার মন্ত্রী হলাম। এই মন্ত্রীত্ব ছাড়ার ব্যাপারে আমার কোনও সমস্যা নেই। তবে এলাকার মানুষদের জন্য যে লড়াই করার প্রয়োজন হবে আমি তাই করব।

No comments