রাত ৯টায় কলকাতা হাই কোর্টে আচমকা শুনানি, পানামার জাহাজ আটকে দেওয়া হল হলদিয়া বন্দরে
সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ইন্দোনেশিয়া থেকে জাহাজটি হলদিয়া ডক কমপ্লেক্সে আসে। জাহাজে ছিল ৮ হাজার মেট্রিক টন পণ্য। পণ্যের মূল্য ছিল ৫৪ লক্ষ ২২ …
রাত ৯টায় কলকাতা হাই কোর্টে আচমকা শুনানি, পানামার জাহাজ আটকে দেওয়া হল হলদিয়া বন্দরে
সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ইন্দোনেশিয়া থেকে জাহাজটি হলদিয়া ডক কমপ্লেক্সে আসে। জাহাজে ছিল ৮ হাজার মেট্রিক টন পণ্য। পণ্যের মূল্য ছিল ৫৪ লক্ষ ২২ হাজার ৩৫৬ ডলার।
বিদেশের একটি জাহাজ আটকাতে রবিবার রাতেই তড়িঘড়ি বসল কলকাতা হাই কোর্ট। ওই জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত পণ্য সরবরাহের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ হয় একটি সংস্থা। তাদের বক্তব্য, ক্ষতিগ্রস্ত পণ্য সরবরাহ করে ভারত ছেড়ে পানামার উদ্দেশে চলে যাচ্ছে জাহাজটি। ওই জাহাজ না আটকালে কয়েক কোটি টাকা ক্ষতি হবে। পেপার সংস্থার ওই মামলার দ্রুত শুনানির জন্য রাত ৯টা নাগাদ কোর্ট বসান বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। ওই জাহাজ আটকে রাখার নির্দেশ দেন তিনি। তাঁর নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া পানামা থেকে আগত ওই জাহাজ রওনা হতে পারবে না। আগামী ৮ আগস্ট পর্যন্ত সেটি হলদিয়া ডক কমপ্লেক্সেই থাকবে। তবে ওই জাহাজ কর্তৃপক্ষ হাই কোর্টের কাছে সাত কোটি টাকা জমা রেখে ওই জাহাজ নিয়ে যেতে পারেন। আগামী ১২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
No comments