৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলদিয়া গভমেন্ট স্পসন্ড বিবেকানন্দ বিদ্যাভবন রাণীচক স্কুলে আজ ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস।শুরুতেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন এবং এনসিসি ক্যাডারদের কুচকাওয়াজের মধ্য দিয়ে আজকের স্বাধীনত…
৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলদিয়া গভমেন্ট স্পসন্ড বিবেকানন্দ বিদ্যাভবন রাণীচক স্কুলে
আজ ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস।শুরুতেই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন এবং এনসিসি ক্যাডারদের কুচকাওয়াজের মধ্য দিয়ে আজকের স্বাধীনতা দিবস পালিত হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলে মিলেই স্কুল থেকে রানিচক মোড় পর্যন্ত প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন। স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক হরিদাস ঘটক।
No comments