Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় জনশিক্ষণ সংস্থার উদ্যোগে

৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় জনশিক্ষণ সংস্থার উদ্যোগে

জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে আজ উৎসব ভবনে আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। গর্বের স্বাধীনতা পতাকা উত্তোলন করেন সংস্থা র চেয়ারম্যান  …

 


৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় জনশিক্ষণ সংস্থার উদ্যোগে



জন শিক্ষন সংস্থান - হলদিয়ার উদ্যোগে আজ উৎসব ভবনে আকর্ষণীয় অনুষ্ঠানের মাধ্যমে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। গর্বের স্বাধীনতা পতাকা উত্তোলন করেন সংস্থা র চেয়ারম্যান  সায়ন্তন শেঠ। বীরদের শহীদ বেদীতে মাল্যদান করেন সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায়। জেলার বিভিন্ন জায়গা থেকে এদিন বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বহু ছোট ছোট বাচ্চারা আজ তাদের মায়ের হাত ধরে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি কে আকর্ষণীয় করে তোলে। তারা নাচ, গান, আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করে। অধিকর্তা সুকান্তবাবু তাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দেন এবং এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি তাঁর বক্তব্যে দেশের ঐক্য ও সংহতি রক্ষা করার বিষয়ে সকলকে অবহিত করেন। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন -- উদয়শংকর মন্ডল, অমিতাভ বাগ, পুলক পট্টনায়েক, শান্তনু রায়,নুর ইসলাম ও ভাগীরথী মন্ডল। ট্রেনারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। প্রায় দুঘন্টার অনুষ্ঠানে সবাই খুব আনন্দ উপভোগ করে। সুসজ্জিত মঞ্চ অনুষ্ঠানটি কে আরও আকর্ষণীয় করে তোলে। সবাইয়ের সোচ্চার কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

No comments