৭৮তম স্বাধীনতা দিবসে ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারেল অর্গানাইজেশন উদ্যোগে আয়োজিত হয়
৭৮তম স্বাধীনতা দিবসে ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারেল অর্গানাইজেশন এর পক্ষ থেকে জাতীয় পতাকা ও শহীদবেদীতে মাল্যদান এর মাধ্যমে আজ …
৭৮তম স্বাধীনতা দিবসে ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারেল অর্গানাইজেশন উদ্যোগে আয়োজিত হয়
৭৮তম স্বাধীনতা দিবসে ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারেল অর্গানাইজেশন এর পক্ষ থেকে জাতীয় পতাকা ও শহীদবেদীতে মাল্যদান এর মাধ্যমে আজ এই দিনটি উদযাপন করা হলো। জাতীয় পতাকাটি উত্তোলন করেন হলদিয়া সংশোধনাগারের সুপার সন্মানীয় #সমর_পাল মহাশয় এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি #সেক_জামাল_উদ্দীন উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক #সেক_মহম্মদ আরিফ_হোসেন_মহাশয় #ক্লাবের অন্যতম কার্যকরী সভাপতি #শম্ভু_নায়েক ও সেক আজিজুর রহমান এছাড়াও সহসভাপতি অরুণ কুমার করণ এছাড়াও শিক্ষক প্রণবানন্দ মন্ডল ও বিশেষ অতিথি আনোয়ার পাশা সহ ক্লাবের বিভিন্ন কর্ম কর্তা ও সদস্যগণ।
No comments