Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভবানীপুর থানার উদ্যোগে চকদ্বীপা হাইস্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি

ভবানীপুর থানার উদ্যোগে চকদ্বীপা হাইস্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি
স্বয়ংসিদ্ধা ভবানীপুর থানার উদ্যোগে চকদ্বীপা হাইস্কুলে অনুষ্ঠিত হয় । প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন‌। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনিশংকর …

 


ভবানীপুর থানার উদ্যোগে চকদ্বীপা হাইস্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি


স্বয়ংসিদ্ধা ভবানীপুর থানার উদ্যোগে চকদ্বীপা হাইস্কুলে অনুষ্ঠিত হয় । প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন‌। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মনিশংকর মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা সহ থানার অন্যান্য আধিকারিকবৃন্দ । পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় বাল্যবিবাহের তালিকায় উপরের দিকে রয়েছে। আর সেই কারনে গর্ভধারণের সংখ্যা যেমন বাড়ছে তেমনি অল্প বয়সে মেয়েদের মৃত্যু ঘটছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের সচেতন বাড়াতে   জেলার পুলিশ প্রশাসনের নির্দেশেই ভবানীপুর থানার ও স্কুলের পক্ষ থেকে স্বয়ংসিদ্ধা  আলোচনার ব্যবস্থা করা হয়। 


No comments