Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (১৪ জুলাই)

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (১৪ জুলাই)
দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (১৪ জুলাই)। খোলা হয়েছে পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্নভাণ্ডার। কিন্তু, বাইরের কক্ষের থেকে লাল-হলুদ রঙের ছ’টি সিন্দুক বের করা …

 

দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (১৪ জুলাই)


দীর্ঘ ৪৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (১৪ জুলাই)। খোলা হয়েছে পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্নভাণ্ডার। কিন্তু, বাইরের কক্ষের থেকে লাল-হলুদ রঙের ছ’টি সিন্দুক বের করা হলেও সময়াভাবে ভিতরের কক্ষ থেকে বিপুল রত্নরাজি বের করা সম্ভব হয়নি। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ)-এর তরফে জানানো হয়েছে, ভিতরের কক্ষটি খোলা হবে বৃহস্পতিবার (১৮ জুলাই)। মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসজেটিএ-র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি, বিচারপতি বিশ্বনাথ রথ (রত্নভান্ডারের দেখভালের জন্য রাজ্য সরকার নিযুক্ত তদারকি কমিটির চেয়ারম্যান), পুরীর জেলাশাসক সিদ্ধার্থশঙ্কর সোয়াইন এবং অন্যান্য আধিকারিকরা। বিচারপতি রথ জানিয়েছেন, তালা খুলে ভিতরের রত্নভাণ্ডারে প্রবেশ করা হবে ১৮ জুলাই, সকাল ৯টা ৫১ মিনিট থেকে দুপুর সোয়া বারোটার মধ্যে। রত্নসামগ্রী বের করে মন্দিরের ভিতরের অস্থায়ী কক্ষে রাখা হবে। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র প্রতিনিধিরা রত্নভাণ্ডারের বাইরের ও ভিতরের কক্ষের পরিকাঠামোর পরিস্থিতির মূল্যায়ন করবেন। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হবে। মন্দির চত্বরের ভিতরে যে ঘরে রত্নসামগ্রী বোঝাই এই সিন্দুকগুলি সাময়িকভাবে রাখা হবে, সেখানে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার ফের রত্নভাণ্ডার খোলা ও সেখান থেকে সিন্দুক বের করার জন্য জগন্নাথদেবের দর্শনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুণ্যার্থীদের তা মেনে চলার জন্য এসজেটিএ-র তরফে এদিন আবেদন করা হয়েছে। রত্নভাণ্ডারের বাইরের কক্ষ থেকে বের করা সিন্দুকগুলিতে কী রয়েছে,  তা নিয়ে সাধারণের মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জগন্নাথদেবের সোনা-মুক্তো ছাড়াও সেখানে রয়েছে তিনটি সোনার  হার। প্রতিটির ওজন ১২০ তোলা (অর্থাৎ ১ হাজার ৪০০ গ্রাম বা প্রায় দেড় কেজি)। রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুটও।

No comments