ভারতীয় মজদুর সঙ্গে কেন্দ্র কমিটির সভা শুরু হল হলদিয়াতেভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/uldBJci6QeA
ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা শিল্প তালুক হলদিয়া টাউনশিপে শুরু হল। আজ ১৩ ই জুলাই সংঘের দলীয় পতাক…
ভারতীয় মজদুর সঙ্গে কেন্দ্র কমিটির সভা শুরু হল হলদিয়াতে
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/uldBJci6QeA
ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা শিল্প তালুক হলদিয়া টাউনশিপে শুরু হল। আজ ১৩ ই জুলাই সংঘের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ভারতবর্ষে ১২ টি মেজর পোর্ট তার প্রতিনিধিদের নিয়ে এই সভা। সূত্রে জানা যায় প্রতি তিন মাস অন্তর বিভিন্ন জায়গায় এই সভা অনুষ্ঠিত হয়। এবারের এই সভা হলদিয়া টাউনশিপ ভারতীয় মজদুর সংঘের সভাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী ।উপস্থিত আছেন ভারতবর্ষের বারোটি মেজর পোর্টের ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ববৃন্দ। চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত জানালেন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।
No comments