উল্টো রথের আগে মহিষাদলের শতাব্দীপ্রাচীন কাঠের রথের অবস্থা নিয়ে চিন্তায় রথ কমিটি ও রাজ পরিবার
উল্টো রথের আগে মহিষাদলের শতাব্দীপ্রাচীন কাঠের রথের অবস্থা নিয়ে চিন্তায় রথ কমিটি ও রাজ পরিবার। রথের চাকা ও অ্যাক্সেল ভেঙে বিপত্তি দেখা দিয়…
উল্টো রথের আগে মহিষাদলের শতাব্দীপ্রাচীন কাঠের রথের অবস্থা নিয়ে চিন্তায় রথ কমিটি ও রাজ পরিবার
উল্টো রথের আগে মহিষাদলের শতাব্দীপ্রাচীন কাঠের রথের অবস্থা নিয়ে চিন্তায় রথ কমিটি ও রাজ পরিবার। রথের চাকা ও অ্যাক্সেল ভেঙে বিপত্তি দেখা দিয়েছে। রথের ডানদিকের একটি পুরনো চাকা ও অ্যাক্সেল হঠাৎ চাপ পড়ে ভেঙে গিয়েছে। তড়িঘড়ি তা মেরামত শুরু হয়েছে।
রথের চাকা ও অ্যাক্সেল সবই লগ কাঠ থেকে তৈরি হয়। ওই অ্যাক্সেলকে ‘ধুরি’ কাঠ বলা হয়। ১৬ ফুট লম্বা ও ৯ ইঞ্চি চৌকো ওই কাঠ জোগাড় করতে কয়েকদিন ধরে রথ কমিটির রাতের ঘুম উড়ে গিয়েছিল। শেষমেষ কাঁথি থেকে ওই লগ কাঠ আনা হয়েছে বলে বিধায়ক তিলক চক্রবর্তী জানান। এজন্য ৯০ হাজার টাকা খরচ হয়েছে। তবে সেই কাঠ তেমন ভালো মানের নয়। তাই চিন্তা রয়েই গিয়েছে।
রথযাত্রার দিন উঁচুনিচু পথে রথ চলার সময়ই বিপত্তি ঘটে। উল্টোরথে ওই রথ টেনে ফেরা নিয়ে আয়োজকরা চিন্তায় রয়েছেন। রথের আরও একটি মূল কাঠামোতে ফাটল ধরেছে। কোনওমতে রথ ফিরিয়ে এনে সেটি সারানোর কাজ করা হবে। এই সমস্যার জন্য সড়ক দখল হওয়াকে দুষছে রাজপরিবার। রথ সড়কের একপাশে উঁচু পাকা রাস্তা হয়েছে। অন্যপাশের বাসিন্দারা রথ সড়কে ইট, বোল্ডার ফেলে রেখেছেন। ফলে উঁচুনিচু রাস্তায় রথ টানতে গিয়েই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা বিশেষজ্ঞদের এনে ঐতিহ্যবাহী রথের স্বাস্থ্য পরীক্ষার দাবি তুলেছেন। প্রতি বছর ৮-১০ লক্ষ টাকা খরচে রথের সংস্কার হলেও এধরনের বিপত্তি ঘটায় সবাই উদ্বেগে রয়েছেন।
No comments