জাতীয় সড়কের পথদুর্ঘটনায় মৃ*ত ২ আহত ২
বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের বাজকুলে দুর্ঘটনা। ট্রাক ও মেশিন ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির। আহত মেশিন ভ্যা…
জাতীয় সড়কের পথদুর্ঘটনায় মৃ*ত ২ আহত ২
বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের বাজকুলে দুর্ঘটনা। ট্রাক ও মেশিন ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু দুই ব্যক্তির। আহত মেশিন ভ্যানের আরো দুই যাত্রী। জানা গেছে মেশিন ভ্যানটি দিঘার দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল। আহত দুই ব্যক্তিকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ সূএে জানা যায়, মারিশদা কালীনগর থেকে বাগদা মাছ নিয়ে ৪ জন ব্যাক্তি নন্দকুমারের দিকে যাচ্ছিল মেশিন ভ্যানটি। অপর দিক থেকে একটি লরি দীঘা দিকে আসছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও মেশিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। মেশিন ভ্যানে থাকা চারজন ব্যক্তি নিচে পড়ে যায়। ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হলেও, আহত দু'জনকে তড়িঘড়ি করে বাজকুলে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
No comments