শ্রমিক বিক্ষোভ অব্যাহত হলদিয়া শিল্প তালুকখানায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত। সদ্য লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে কিন্তু শিল্পয়ায়নে হলদিয়া কারখানায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন তাদের সিওডি না হওয়ার জন্য এই ধরনের বিক্ষো…
শ্রমিক বিক্ষোভ অব্যাহত
হলদিয়া শিল্প তালুকখানায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত। সদ্য লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে কিন্তু শিল্পয়ায়নে হলদিয়া কারখানায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন তাদের সিওডি না হওয়ার জন্য এই ধরনের বিক্ষোভ বিভিন্ন কারখানায় দেখা যায়।
হলদিয়া পাইওনিয়ার কারখানার দীর্ঘ প্রায় দেড় বৎসর তাদের সিওডি না হওয়ার জন্য বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাদের দাবি অন্যান্য কারখানার শ্রমিকদের সিওডি হলেও আমাদের দীর্ঘদিন হয়নি তার জন্য এই বিক্ষোভ।
আইএনটিটিইউসি সভাপতি চন্দন দে ( মানা) বলেন বিষয়টা খতিয়ে দেখতে হবে যারা ওখানে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তবেই বলতে পারব। অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য সিওডি সংক্রান্ত বিষয় প্রক্রিয়া বন্ধ ছিল। সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন আমাদের পূর্বের মতোই সমস্ত কারখানার শ্রমিকদের নিয়ে আলোচোনা এবং তাদের সিওডি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে সমাধান মিটিয়ে ফেলতে পারব।
শ্রমিক বিক্ষোভে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্যের সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শাসক দল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা যেখানে বড় কারখানায় শ্রমিক নিয়োগ হবে সেই দিকেই তাদের নজর। ছোটখাটো কারখানার শ্রমিকদের দিকে নজর নেই আর তার জন্যই এই ধরনের সমস্যায় পড়ছেন শ্রমিকরা। তবে ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে তাদের পাশে দাঁড়িয়ে সিওডি সংক্রান্ত বিষয় নিয়ে কারখানার আধিকারিকদের নিয়ে আলোচনা করব।
No comments