আজ থেকে কলেজে ভর্তি শুরুআজ, শুক্রবার রাজ্যের কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে কেন্দ্রীভূত পোর্টালে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ নিয়ে প্রস্তুতি ছিল তুঙ্গে। উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি সরকারের অধীন স্বশাসিত তথ্যপ্রয…
আজ থেকে কলেজে ভর্তি শুরু
আজ, শুক্রবার রাজ্যের কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে কেন্দ্রীভূত পোর্টালে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ নিয়ে প্রস্তুতি ছিল তুঙ্গে। উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি সরকারের অধীন স্বশাসিত তথ্যপ্রযুক্তি সংস্থা ডব্লুটিএলের বিশেষজ্ঞরা এ কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গিয়েছে। ১৬টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬১টি কলেজের ৭২১৭টি কোর্সে প্রথম ধাপে ভর্তির জন্য তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় দফার আবেদন গ্রহণ শুরু হবে ৮ আগস্ট।
সূত্রে জানা যায়,আজ, শুক্রবার ১২ ই জুলাই থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সব কলেজে ভর্তি শুরু হবে। এদিনই মেধা তালিকা প্রকাশ হবে। ওই মেধা তালিকা অনুযায়ী আগামী ১৮জুলাই পর্যন্ত ভর্তি হবে। তারপর ২৩জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর ২৩-২৬জুলাই পর্যন্ত ভর্তি হবে। ৩০জুলাই থেকে ৬আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। সব কলেজে ৭আগস্ট ক্লাস শুরু হবে। প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৮আগস্ট থেকে পুনরায় অনলাইনে ভর্তির জন্য আরও এক দফায় অনলাইন আবেদন সংগ্রহ শুরু হবে। ভর্তি উপলক্ষ্যে প্রতিটি কলেজে হেল্প ডেস্ক এবং অ্যাডমিশন কমিটি গড়া হয়েছে। এবার ছাত্রভর্তি প্রক্রিয়ায় ছাত্র সংসদের নাক গলানোর জায়গা রাখা হয়নি। অনলাইনে অভিন্ন পোর্টালের মাধ্যমে মেধা তালিকা তৈরির ফলে ভর্তি প্রক্রিয়ায় যোগ্যতাই মাপকাঠি হবে। বিগত বছরে ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেও এবার অনেকটাই ত্রুটিমুক্ত পদ্ধতিতে হবে বলে অনেকেই মনে করছেন।
No comments