হলদিয়া নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল পাঁশকুড়া স্টেশনের ধার থেকে গত ১৬ ই জুলাই থেকে নিখোঁজ হয়েছিল হলদিয়া থানার অন্তর্গত বিষ্ণুরামচক এলাকার যুবক নাজিবুল খান বাবা নায়েব আলি খান। ১৭ তারিখে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং…
হলদিয়া নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল পাঁশকুড়া স্টেশনের ধার থেকে
গত ১৬ ই জুলাই থেকে নিখোঁজ হয়েছিল হলদিয়া থানার অন্তর্গত বিষ্ণুরামচক এলাকার যুবক নাজিবুল খান বাবা নায়েব আলি খান। ১৭ তারিখে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে খবর প্রকাশিত হয়েছিল অবশেষে আজ পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি মৃতদেহ খোঁজ পাওয়া যায় তৎক্ষণাৎ নাজিবুলের পরিবারের লোকেরা যায় দেহ সনাক্ত করে বলে সূত্রে জানা যায় কিন্তু কিভাবে জানা যায় কে বা কারা খুন করল এ নিয়েও ধন্দে রয়েছেন এলাকার মানুষ তবে এ নিয়ে তদন্তে নেমেছেন পুলিশ।
হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে স্কুল ছাত্র ছাত্রী এর আগে নিখোঁজে হয়েছিল তা অভিযোগ এসেছিল। কিন্তু তাদেরকে কয়েকদিন পরে বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল কিন্তু এবারে বিষ্ণুরাম চকে বাড়ি নাজিবুল খাঁন গত ১৬ জুলাই নিখোঁজ হয়েছিল আজ ১৯ জুলাই তার মৃতদেহ উদ্ধার হল তবে এ নিয়ে ধন্দে রয়েছেন এলাকার মানুষ। শিল্প তালুক এলাকা থেকে এর আগে পণ্য বোঝাই গাড়ি উধাও হয়ে যেত বারে বারে অভিযোগ এসেছিল এবার সেই পণ্য বোঝাই গাড়ি খালাস করার জন্য খালাসি হিসেবে হলদিয়া থানার অন্তর্গত চিরঞ্জিবপুর এলাকা থেকে
নাম নারায়ন সামন্ত, পিতা মদন সামন্ত, বয়স ৩৭ গ্রাম-+পোস্ট চিরঞ্জীবপুর, থানা হলদিয়া, পূর্ব মেদিনীপুর । গত ১১ ই জুলাই IOCL হলদিয়া হইতে একটি ট্রাকের খালাসি হিসাবে পেট্রালিয়ম কোক লোড করিয়া পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভারের কথা অনুযায়ী ফেরার সময় ধুলাগড়, হাওড়ার কাছে বিশ্রাম নিতে দাঁড়িয়ে থাকা র সময় ছেলেটি চা খাওয়ার জন্য নেমে যায় । তারপর থেকে আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি ।
পর পর স্কুল ছাত্র থেকে যুবক নিখোঁজ হয়ে যাওয়া হলদিয়া শিল্প তালুক এলাকা থেকে সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রী পাঠাতে গিয়ে স্কুলের অভিভাবকগণ চিন্তায় কপালে ভাজ পড়ছে।
No comments