Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভবানীপুর থানার ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিরাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। তারই মধ্যে বাস, অটো, টোটো চালকদের দৌরাত্ম বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সকলেই যদি রাজ্য সরকারের এই সেফ ড্রাইভ সেভ…

 




ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। তারই মধ্যে বাস, অটো, টোটো চালকদের দৌরাত্ম বেড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সকলেই যদি রাজ্য সরকারের এই সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে চলত।  তাহলে  দুর্ঘটনা দিন দিন বেড়ে যেত না, শোনা যেতনা স্বজন হারা কান্না।

 কিন্তু প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন হলেও এলাকার মানুষ সচেতন হয়নি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে এবং ভবানীপুর থানা ট্রাফিক এবং পুলিশের সহযোগিতা নিয়ে আজ ১৯ জুলাই শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হল জানালেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা।

ভবানীপুর থানা ও  ট্রাফিক পুলিশের উদ্যোগে হলদিয়া  বাবাজি বাসা থেকে সিটি সেন্টার পর্যন্ত রেলি সংঘটিত হয়। বার্তা দিলেন " সাবধানে গাড়ি চালান, জীবন বাঁচান " সিভিক ভলেন্টিয়ার্স এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ সহ  ট্রাফিক ইনচার্জ প্রমুখ।

 জনসাধারণের  সচেতনতার উদ্দেশ্যে প্রচার করা হয়....

১। হেলমেট ছাড়া মোটর বাইক চালাবেন না এবং চড়বেন না। 

২। অতিরিক্ত গতি বেগে গাড়ি চালাবেন না ।

৩। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।

৪। মোটরসাইকেলে দুজনের বেশি চড়বেন না।

৫। গাড়ির চালক ও আরোহী অবশ্যই সীট বেল্ট  ব্যবহার করুন।

৬। বাস রাস্তার ওপর নিজেদের খুশি মত যেখানে  - সেখানে অর্থাৎ যত্র - তত্র মোটরবাইক , মেশিন ভ্যান, টোটো ও অটো দাঁড় করিয়ে রাখবেন না।

৭! জাতীয় সড়কের উপর টোটো নিষিদ্ধ হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী।

No comments