ট্রাকের খালাসি নিখোঁজনাম নারায়ন সামন্ত, পিতা মদন সামন্ত, বয়স ৩৭ গ্রাম-+পোস্ট চিরঞ্জীবপুর, থানা হলদিয়া, পূর্ব মেদিনীপুর । গত ১১ ই জুলাই IOCL হলদিয়া হইতে একটি ট্রাকের খালাসি হিসাবে পেট্রালিয়ম কোক লোড করিয়া পুরুলিয়ার উদ্দেশ্যে…
ট্রাকের খালাসি নিখোঁজ
নাম নারায়ন সামন্ত, পিতা মদন সামন্ত, বয়স ৩৭ গ্রাম-+পোস্ট চিরঞ্জীবপুর, থানা হলদিয়া, পূর্ব মেদিনীপুর । গত ১১ ই জুলাই IOCL হলদিয়া হইতে একটি ট্রাকের খালাসি হিসাবে পেট্রালিয়ম কোক লোড করিয়া পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভারের কথা অনুযায়ী ফেরার সময় ধুলাগড়, হাওড়ার কাছে বিশ্রাম নিতে দাঁড়িয়ে থাকা র সময় ছেলেটি চা খাওয়ার জন্য নেমে যায় । তারপর থেকে আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি । কোন সহৃদয় ব্যক্তি যদি কোন রকম খোঁজ দিতে পারেন,তার পরিবারবর্গ উপকৃত হইবে । যোগাযোগ করতে নম্বরগুলি নিচে দেওয়া হলো ।
9593251705 / 7407458713/ 9046909099 / 9932745084
No comments