সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
মঙ্গলবার ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করে বিরাট কোনও বদলের পথে হাঁটেনি কেন্দ্র। তবে একাধিক দ্রব্যের উপর আমদানি শুল্কের ক্ষেত্…
সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
মঙ্গলবার ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করে বিরাট কোনও বদলের পথে হাঁটেনি কেন্দ্র। তবে একাধিক দ্রব্যের উপর আমদানি শুল্কের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ফলে আমজনতার পকেটের উপর চাপ বৃদ্ধি করে মহার্ঘ্য হতে চলেছে একাধিক দ্রব্য।
কোন কোন জিনিসের দাম আগামী দিনে বাড়তে চলেছে জেনে নেওয়া যাক-
প্লাস্টিক সামগ্রীর উপর আমদানি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে প্লাস্টিকজাত নানা দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে। আজও বেশিরভাগ পরিবারগুলিতে প্রচুর প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হয়। ফলে সেই জিনিসগুলির দামও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি দামি হতে পারে পিভিসি পাইপও। এছাড়াও, টেলিকম খাতের বিশেষ কিছু সামগ্রীর জন্য আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ শতাংশ। অন্যদিকে, অ্যামোনিয়াম নাইট্রেটের উপর আমদানি শুল্ক বাড়িয়ে করা হয়েছে ১০ শতাংশ।
কোন কোন জিনিসের দাম কমতে পারে?
এদিনের বাজেটে একাধিক সামগ্রীর উপরে আমদানি শুল্ক কম করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চামড়াজাত দ্রব্যে শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ফলে আগামী দিনে জুতো, বেল্টের দাম কমতে পারে। অন্যদিকে, সোনা, রুপো, প্ল্যাটিনামের ক্ষেত্রেও আমদানি শুল্ক কমানো হয়েছে। সোনায় আমদানি শুল্ক কমেছে ৬ শতাংশ। রুপোর ক্ষেত্রে কমেছে ৬ শতাংশ। প্ল্যাটিনামের ক্ষেত্রে ৬.৫ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে। তামার ক্ষেত্রেও শুল্কে ৪ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। বিশেষ কিছু সামুদ্রিক খাবারের ওপর শুল্ক কমিয়ে আনা হয়েছে ৫ শতাংশে। মোবাইল ফোন ও চার্জারের ক্ষেত্রে আমদানি শুল্ক নামিয়ে আনা হয়েছে ১৫ শতাংশে। ক্যান্সার রোগীদের জন্য বাজেটে বড় ঘোষণা করা হয়েছে। তিনটি ক্যান্সারের ওষুধের উপর আমদানি শুল্কে ছাড় দেওয়া হয়েছে।
No comments