দুর্গাপূজার সমন্বয় কমিটির সদস্যদের দিয়ে প্রশাসনিক বৈঠকে- মুখ্যমন্ত্রী
এবার শারদোৎসবে পুজো কমিটিগুলি রাজ্য সরকারের কাছ থেকে কত টাকা করে অনুদান পাবে, তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন…
দুর্গাপূজার সমন্বয় কমিটির সদস্যদের দিয়ে প্রশাসনিক বৈঠকে- মুখ্যমন্ত্রী
এবার শারদোৎসবে পুজো কমিটিগুলি রাজ্য সরকারের কাছ থেকে কত টাকা করে অনুদান পাবে, তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো সংক্রান্ত সমন্বয় বৈঠকে মিলবে এর উত্তর। পুলিস, দমকল, পুর ও নগরোন্নয়ন দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা হাজির থাকবেন বৈঠকে। পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের যথাযথ অভ্যর্থনা জানানোর উপর গুরুত্ব আরোপ করা হবে বলে সূত্রের খবর। এছাড়া, দুর্গাপুজোর সুষ্ঠু আয়োজনের জন্য রাজ্য সরকারের চিন্তাভাবনাগুলি নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত বছর প্রত্যেক পুজো কমিটিকে ৭০ হাজার টাকা অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বছর বছর বেড়েছে এই অনুদানের পরিমাণ। তাই এবার অনুদানের অঙ্ক কত দাঁড়ায়, তা নিয়ে জল্পনা চলছে। আর্থিক অনুদান ছাড়াও বিদ্যুতের বিলে ছাড়, দমকল ও পুরসভার ফি মকুব, সরকারি বিজ্ঞাপন সহ একাধিক সুযোগ-সুবিধা পেয়ে থাকে পুজো কমিটিগুলি। এই তালিকায় নয়া কোনও সুবিধা যুক্ত হচ্ছে কি না, সেদিকেও খেয়াল রাখছেন পুজোকর্তারা।
No comments