হলদিয়া শিল্পাঞ্চল পেট্রোনাস কারখানার ড্রাইভারদের বিক্ষোভ কারখানার আধিকারিকদের হস্তক্ষেপে উঠে গেল বিক্ষোভ দীর্ঘদিন হলদিয়া পেট্রোনাস কারখানার ড্রাইভাররা তাদের দাবি দেওয়া জানিয়ে এসছিলেন কিন্তু কোন কর্ণপাত করেননি কর্তৃপক্ষ অবশেষে…
হলদিয়া শিল্পাঞ্চল পেট্রোনাস কারখানার ড্রাইভারদের বিক্ষোভ কারখানার আধিকারিকদের হস্তক্ষেপে উঠে গেল বিক্ষোভ
দীর্ঘদিন হলদিয়া পেট্রোনাস কারখানার ড্রাইভাররা তাদের দাবি দেওয়া জানিয়ে এসছিলেন কিন্তু কোন কর্ণপাত করেননি কর্তৃপক্ষ অবশেষে সকল ড্রাইভাররা গেট ঘেরে বিক্ষোভ দেখাতে নড়েচড়ে বসলো কারখানার আধিকারিক বৃন্দ।
ডাইভারদের দাবী দেওয়া নিয়ে আলোচনা করে যে সকল ড্রাইভার ঐ খালাসীর বেতন ৭০০০ ছিল সেটা ৮০০০ করা হয়েছে এবং যাদের ৮০০০ হাজার টাকা ছিল তাদের ১০০০০ টাকা করেছে। এই বেতন বৃদ্ধির সাথে সাথে হয়েছে পিএফ ইএসআই। ধন্যবাদ জানালেন বি এম এস পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক চন্দন প্রামানিক তিনি বলেন প্রতিটি কারখানার আধিকারিক এবং শ্রমিক ড্রাইভারদের সমন্বয়ের মধ্যে যদি বেতন বৃদ্ধি সহ অন্যান্য জিনিস আধিকারীরা মেনে নেয় তাহলে একদিনও সমদিবস নষ্ট হবে না। আজকের হলদিয়া পেট্রোনাস কারখানার অধিকারীরা যে সমন্বয়ে সৃষ্টি করলেন এই কারখানাকে দেখে অন্যান্য কারখানার আধিকারিকদের সচেতন হওয়া উচিত।
No comments