বাইকের মুখোমুখি ধাক্কায় আহত তিন ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশসুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত কুকড়াহাটি চৈতন্যপুর রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি ধাক্কায় জখম তিনজন। তাদেরকে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্…
বাইকের মুখোমুখি ধাক্কায় আহত তিন ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ
সুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত কুকড়াহাটি চৈতন্যপুর রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি ধাক্কায় জখম তিনজন। তাদেরকে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। মঙ্গলবার ২৩ শে জুলাই একটি বাইক কুকড়াহাটি থেকে চৈতন্যপুরের দিকে আসছিল, অপর একটি মোটর বাইক চৈতন্যপুর থেকে কুকড়াহাটি দিকে যাচ্ছিল । কুকড়াহাটি কাছাকাছি দুটি বাইকের মুখোমুখি ধাক্কায় জখম হয় তিনজন। স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হলদিয়া মহকুমার হাসপাতালের নিয়ে যাওয়া হয়।
No comments