মিশন বিদ্যাসাগর এর পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামী পরিবারদের বর্ণ পরিচয় সন্মাননা দেওয়া হয়েছে
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ মিশন বিদ্যাসাগর সংগঠনের পক্ষ থেকে ২১ স্বাধীনতা সংগ্রামী পরিবারদের বর্ণ পরিচয় সন্মানে সন্মানিত করলো বিদ্…
মিশন বিদ্যাসাগর এর পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামী পরিবারদের বর্ণ পরিচয় সন্মাননা দেওয়া হয়েছে
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ মিশন বিদ্যাসাগর সংগঠনের পক্ষ থেকে ২১ স্বাধীনতা সংগ্রামী পরিবারদের বর্ণ পরিচয় সন্মানে সন্মানিত করলো বিদ্যাসাগর মুর্তি স্থাপনের ২য় বর্ষে কোলকাতা প্রেস ক্লাবের ৮০ তম জন্মদিনে।
২২জুলাই ২০২৪ কোলকাতা প্রেস ক্লাবের ৮০ তম জন্মদিন পালনের দিনব্যাপী অনুষ্ঠানের সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি প্রতিষ্ঠিত করার প্রথম বর্ষ পূর্তিতে বিদ্যাসাগর উৎসব অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করে মিশন বিদ্যাসাগর এর কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
বিদ্যাসাগর উৎসব এই অনুষ্ঠানে এপার বাংলা /ওপার বাংলা ও ভারতের বিদ্যাসাগর অনুরাগী বিশিষ্ট মানুষের উপস্থিতিতে যারা সামাজিক উদ্যোগে বিদ্যাসাগর আদর্শ মেনে কাজ করছেন তাদেরকে প্রদান করা হয় বর্ণ পরিচয় সম্মান।
বর্ণ পরিচয় সম্মান প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, বাংলাদেশের মানবিক সমাজকর্মী পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম,ড.দীপা দাস, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি ও সিনিয়র সাংবাদিক বরুণ চক্রবর্তী, পরাশর বন্দ্যোপাধ্যায়, পরিবেশ কর্মী চন্দ্র নাথ বসু, প্রদীপ কুমার, কবি রাজীব শ্রাবণ, প্রমুখ।
নারী শিক্ষা ও নারীদের উন্নয়নের জন্য আজীবন চেষ্টা করে যাওয়া এই মহামানব বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
উপস্থিত অতিথিরা জানান দেশ স্বাধীন হওয়ার পর যা কেউ করতে পারলো না, তা আজ করে দেখালেন মিশন বিদ্যাসাগর সংগঠন কমিটির কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের কোলকাতা প্রেস ক্লাবের অনুষ্ঠান আয়োজন করায় স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের তরফ থেকেও অমিতাভকে ধন্যবাদ জানিয়ে একাজে অন্যদেরকে আগ্রহী হবার কথা বলেন।
মিশন বিদ্যাসাগর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের উপস্থিত ছিলেন শহীদ দীনেশ গুপ্তের পরিবারের সদস্য, শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের, নেতাজী সুভাষচন্দ্র বসুর, বীরেন্দ্র নাথ শাসমলের, শহীদ রাজেন্দ্র নাথ লাহিড়ীর, বিপ্লবী উল্লাসকর দত্তের, শহীদ সূর্য সেনের, শহীদ প্রিতিলতা ওয়াদ্দেরের, বিপ্লবী কেশব চক্রবর্তীর, শহীদ তারকেশ্বর সেনগুপ্তের, বিপ্লবী ঋষিকেশ চক্রবর্তীর, বিপ্লবী পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায়ের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের, শহীদ বসন্ত বিশ্বাসের পরিবার ও সবার প্রিয় Indian Flag Man প্রিয় রঞ্জন সরকার, শহীদ সূর্য সেন রক্ষা কমিটির তরফ থেকে বিউটি দাস ও প্রদীপ দত্ত মহাশয় সহ স্বাধীনতা সংগ্রামী ২১ পরিবারের সদস্য সহ দেশি বিদেশি কবি সাহিত্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক প্রমুখ।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দ্বিজেন্দ্র লাল রায় পরিবারের সদস্য ও অমিতাভ বন্দ্যোপাধ্যায় এর সহধর্মিণী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌমিতা বন্দ্যোপাধ্যায় I Roddha/ekannborti, we care foundation, Nilima Welfare trust, oiktan, Nikkon centre for performing arts, Ghoramara sishu ananda Ashram, দিশা ওয়েলফেয়ার সোসাইটি পশ্চিম মেদিনীপুর যৌথভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, মিশন বিদ্যাসাগর দুই হাজার আঠারো সালে পথ চলা শুরু করে, বিদ্যাসাগর আদর্শ মেনে গুজরাতের surat শহরে স্থাপন করা বিদ্যাসাগর বাংলা বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অংশগ্রহণ কারী সবাইকে উত্তোরিও পরিয়ে সন্মানিত করা ছাড়াও বিদ্যাসাগর মুর্তি, বর্ণপরিচয় স্মারক সহ বিভিন্ন ক্যাটাগরিতে সন্মানিত করা হয়।
No comments