তালাক দেওয়ার ক্রোধ _ স্বামীর ভাগ্নীকে ভারি লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামী আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের
প্রায় চৌদ্দ বছর আগে পাঁশকুড়া থানার মানুর গ্রামের অধিবাসী শেখ মেহের আলী,…
তালাক দেওয়ার ক্রোধ _ স্বামীর ভাগ্নীকে ভারি লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামী আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের
প্রায় চৌদ্দ বছর আগে পাঁশকুড়া থানার মানুর গ্রামের অধিবাসী শেখ মেহের আলী, পিতা - মনসুর আলীর বাড়িতে তার মৃত কন্যা রওশন আরা, স্বামী - সেক আমজেদ আলীর (গ্রাম - চাঁপাডালি) কন্যা মনীষা খাতুন বয়স ১৪ পড়াশোনা করার জন্য তার মামার বাড়িতে থাকতো।
মনীষার বাবা সেক আমজেদ আলী ও মনীষার মা রওশন আরা দুজনে অকালে অসুখে মারা গেলে রওসান আরার তিন কন্যা মনীষা, আসমিন , নাফিসা ও এক ছেলে পিতৃ মাতৃ হীন হয়ে শৈশব থেকে তারা মামার বাড়ীতে দিদা হালিমা বিবির কাছে আশ্রয় নিয়েছিল। রওসান আরার এক মাত্র ছেলে মামা হানিফের সঙ্গে কর্ণাটক চলে যায় কাঠের কাজ করার জন্য।
মনীষার মামা শেখ হানিফ আসামি আমিনা বিবিকে তালাক দিয়ে কর্ণাটকে চলে গেলে আসামি আমিনার মনে ক্রোধের সঞ্চার হয়।
গত ইংরেজি 16/09/2010 তারিখ দুপুর 12 টার সময় তালাক ও পরিবারিক বিবাদের জেরে নিষ্পাপ শিশু মনীষা খাতুন নিজের মামী আমিনার ক্রোধের বলি হয়।
যখন মনীষার দুই বোন আসমিন ও নাফিসা স্কুলে চলে যায় এবং দিদা হালেমা বিবি মনীষা কে রান্না চড়াতে বলে বিশেষ কাজে বাইরে গেলে একাকী মনিষা ও তার মামী আসামী আমিনা বিবি ও আমিনার শিশু কন্যা ওই ঘরে ছিল।
মনীষা খাতুন যখন রান্না করছিল তখন তার মামা হানিফের স্ত্রী আসামী আমেনা বিবি পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে ধান ভাঙ্গা কলের লোহার ভারী পেনিয়াম দিয়ে মনীষার মাথায় ও সারা শরীরে অনেক বার আঘাত করে থেতলে থেতলে মারে, ফলে ঘটনাস্থলে মনীষার মৃত্যু হয়।
মনীষা কে হত্যা করার পর রক্তাক্ত ভেজা কাপড়ে যখন আসামি আমেনা বিবি ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছিল তখন প্রতিবেশী দুইজন সাক্ষী চোখে দেখে ফেলে তারা তাদের সাক্ষী জবান বন্দিতে বিস্তারিত বলে।
ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারায় পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয়। পাঁশকুড়া থানা কেস নাম্বার ৩০৬ /২০১০ তারিখ ১৬ ই সেপ্টেম্বর ২০১০"
প্রায় ১৪ বছর বিচার চলার পরে আজ সোমবার "২২ শে জুলাই ২০২৪" তারিখে অতিরিক্ত জেলা দায়রা জজ তমলুক,করে প্রথম আদালত, বিচারক হেমন্ত সিনহা আমেনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিল তমলুক আদালত।
No comments