Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যেকটি বাজারে পরিদর্শন করলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা

মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যেকটি বাজারে পরিদর্শন করলেন প্রশাসনের কর্তা ব্যক্তিগনদ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আমজনতার স্বার্থে কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রীআলু, পেঁয়াজ সহ প্রায় সমস্ত সব্জির দাম আকা…

 



মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রত্যেকটি বাজারে পরিদর্শন করলেন প্রশাসনের কর্তা ব্যক্তিগন

দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আমজনতার স্বার্থে কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

আলু, পেঁয়াজ সহ প্রায় সমস্ত সব্জির দাম আকাশছোঁয়া। যে টাকায় আগে ব্যাগভর্তি বাজার করা যেত, সেই খরচে এখন ব্যাগ অর্ধেকও ভরে না। এই অবস্থায় আম জনতার স্বার্থে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের তাঁর নির্দেশ, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। তিনি জানান, মুনাফা লুটতেই বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করা হচ্ছে। এভাবে সব্জি সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মৃল্যবৃদ্ধি রাজ্য সরকার বরদাস্ত করবে না। মঙ্গলবার নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, ‘আমি রাশ টানার চেষ্টা করলে তার ফল ভালো হবে না খারাপ হবে, সেটা বুঝে নেবেন

 বর্তমানে মূল্যবৃদ্ধির কবলে পড়ে সাধারণ মানুষ ভীষণ জর্জরিত। ভুসিমাল বাজার, সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে  শুরু করে  মোবাইল রিচার্জ পর্যন্ত সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। এমন পরিস্থিতিতে ব্রজলালচক  বাজারদর কেমন তার পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিকগণ । আজ বুধবার ১০ ই জুলাই  সকালে হলদিয়া শিল্প তালুক প্রবেশদ্বার ব্রজলাল চক সবজি বাজার ঘুরে দেখলেন হলদিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজী, হলদিয়া ভবানীপুর থানার  অফিস ইনচার্জ ইমরান মোল্লা, হলদিয়া মহকুমার শাসক  সুপ্রভাত চট্টোপাধ্যায় সহঅন্যান্য আধিকারিকগণ। এছাড়াও  বুধবার  হলদিয়ার  শিল্প এলাকার বিভিন্ন বাজার পরিদর্শনে । বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলে বাজারদরের পরিস্থিতি দেখেন। ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা বলেন  একই জিনিসের বিভিন্ন রকম দামের পার্থক্য রয়েছে। কেন আমরা উপলব্ধি করেছি ওদের সঙ্গে কথাবার্তা বলে। তিনি আরোও জানিয়েছেন প্রত্যেকটি সোনা দোকানে যাতে সিসি ক্যামেরা লাগানো হয় তার জন্য বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দোকানদারদের সচেতন করলেন।                               

No comments