Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আমজনতার স্বার্থে কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আমজনতার স্বার্থে কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী
আলু, পেঁয়াজ সহ প্রায় সমস্ত সব্জির দাম আকাশছোঁয়া। যে টাকায় আগে ব্যাগভর্তি বাজার করা যেত, সেই খরচে এখন ব্যাগ অর্ধেকও ভরে না। এই অবস্থায় আম জনতার স্বার্…

 


দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আমজনতার স্বার্থে কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী


আলু, পেঁয়াজ সহ প্রায় সমস্ত সব্জির দাম আকাশছোঁয়া। যে টাকায় আগে ব্যাগভর্তি বাজার করা যেত, সেই খরচে এখন ব্যাগ অর্ধেকও ভরে না। এই অবস্থায় আম জনতার স্বার্থে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের তাঁর নির্দেশ, ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে। তিনি জানান, মুনাফা লুটতেই বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করা হচ্ছে। এভাবে সব্জি সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মৃল্যবৃদ্ধি রাজ্য সরকার বরদাস্ত করবে না। মঙ্গলবার নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হঁশিয়ারি, ‘আমি রাশ টানার চেষ্টা করলে তার ফল ভালো হবে না খারাপ হবে, সেটা বুঝে নেবেন। মুনাফার তো একটা সীমা থাকবে!’ 

এদিন বৈঠকের শুরুতেই আধিকারিক, টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সব্জির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেঁসেলে টান পড়েছে। এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে।’ তাপপ্রবাহ পরিস্থিতির জন্য সব্জির দাম বেড়েছে—এমন যুক্তি শুনে তা সরাসরি খারিজ করে দেন তিনি। বলেন, ‘এটা হতে পারে না। গরম যেমন পড়েছে, তেমন বৃষ্টিও তো হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার পরেও কেন দাম কমছে না?’ 

মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তুলেছেন মমতা। দাবি করেন, মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। কেন্দ্রে নতুন সরকার শপথ নেওয়ার পর দাম আরও বেড়েছে। পার্টি ফান্ডে চাঁদা দেওয়া, শেয়ার কেনাবেচার সঙ্গে এই পরিস্থিতির কোনও যোগসূত্র আছে কি না, সংশয় প্রকাশ করেন তিনি। দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রক্রিয়া চলার জন্য সরকারি নজরদারিতে খামতি হয়েছে বলেও জানান। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে সমালোচনায় বিঁধেছেন তিনি। ভোটপর্ব চলাকালীন টাস্ক ফোর্স কেন বৈঠক করেনি, জানতে চান তিনি। 

রাজ্যের হিমঘরগুলিতে ৪৫ লক্ষ টন আলু মজুত থাকলেও এত দাম কেন? এই প্রশ্ন তুলে মমতা বলেন, ‘চাষিরা কেজিতে ১৫ টাকা দাম পেলেও বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এর পিছনে বড় চক্র আছে।’ দাম কমাতে মাসে ৬ লক্ষ টন করে আলু হিমঘর থেকে বের করার ব্যবস্থা করতে হবে। নাসিকের পেঁয়াজের উপর নির্ভরতা কমিয়ে রাজ্যে উৎপাদিত পেঁয়াজ বাজারে সরবরাহের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিতে ভোলেননি, দামের উপর নজরদারি চালাতে গিয়ে টাকা তোলার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

No comments