Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাজিয়ার উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হলো নন্দীগ্রাম সামসাবাদ গ্রাম পঞ্চায়েত

তাজিয়ার উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হলো নন্দীগ্রাম সামসাবাদ গ্রাম পঞ্চায়েত
তাজিয়ার উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হলো নন্দীগ্রাম সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মীরের বাজার কারবালা প্রান্তরে । বিগত দিনে রেকর্ড ভেঙে বুধবার মহরমের দ…

 


তাজিয়ার উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হলো নন্দীগ্রাম সামসাবাদ গ্রাম পঞ্চায়েত


তাজিয়ার উপস্থিতিতে নতুন রেকর্ড তৈরি হলো নন্দীগ্রাম সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মীরের বাজার কারবালা প্রান্তরে । বিগত দিনে রেকর্ড ভেঙে বুধবার মহরমের দিন কারবালা প্রান্তরে সুদৃশ্য ২৭টি তাজিয়া হাজির হয়েছে । তার মধ্যে স্থানীয় বটতলা, দক্ষিণ নন্দীগ্রাম, দাউদপুর‌ কাজীপাড়া, সামসাবাদ বান্দার পাড়া, জৈরুর মোড়ের তাজিয়া উল্লেখযোগ্য । সেইসঙ্গে এখানে জমজমাট মহরমের মেলা । উদ্যোগী কমিটির উপদেষ্টা সেক খুশনবী জানিয়েছেন,"১৮৪৬ সাল থেকে এই সামসাবাদ মীরের বাজার কারবালা প্রান্তরে মহরমের মেলা এবং তাজিয়া সমাবেশ ঘটে এসেছে । এবার ২৭ টি তাজিয়ার উপস্থিতি বিগত দিনের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছে । সেই সঙ্গে মহরমের মেলায় কারবালা প্রান্তর উৎসবের রূপ নিয়েছে । এলাকার সব সম্প্রদায়ের মানুষ এই উৎসবকে প্রাণের উৎসবে, সম্প্রীতির উৎসবে পরিণত করেছেন । এটাই নন্দীগ্রামের চেনা সংস্কৃতি ।" কয়েকশ দোকান, হাজার রকমের পসরায় সেজে উঠেছে কারবালার মহরম মেলা । এদিন মহিষাদল রাজবাড়ি এলাকার ছোলা বাড়িতে ৬টি তাজিয়া, হলদিয়া থানা এলাকায় ১ টি, সুতাহাটা থানা এলাকায় ২ টি এবং দুর্গাচক থানা এলাকায় ৯টি তাজিয়ার শোভাযাত্রা এলাকার মানুষ উপভোগ করেছেন । সুদৃশ্য তাজিয়া দেখতে মানুষের উপচে পড়া ভিড়,উচ্ছ্বাস ছিল দেখার মতো ।

No comments