Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে নজর এলো প্রশাসনে? শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা নিয়ম বহির্ভূত কাজের জন্য শোকজ প্রধান শিক্ষক সহ ১

অবশেষে নজর এলো প্রশাসনে? শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা নিয়ম বহির্ভূত কাজের জন্য শোকজ প্রধান শিক্ষক সহ ১

শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা,নিয়ম বহির্ভূত কাজের জন্য শো'কজ করা হয়েছে প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সৎপতি এবং সহশিক…

 


অবশেষে নজর এলো প্রশাসনে? শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা নিয়ম বহির্ভূত কাজের জন্য শোকজ প্রধান শিক্ষক সহ ১



শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা,নিয়ম বহির্ভূত কাজের জন্য শো'কজ করা হয়েছে প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সৎপতি এবং সহশিক্ষক কুণাল শেঠকে । নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বার জামতলা নতুন প্রাথমিক বিদ্যালয়ের এই দুই শিক্ষককে মঙ্গলবার নন্দীগ্রাম পূর্ব চক্রের প্রাথমিক স্কুল পরিদর্শক মলয় মন্ডল শো'কজের চিঠি ধরিয়েছেন । অনিয়মিত স্কুলে হাজিরার স্কুলের পঠন-পাঠনের মান তলানিতে ঠেকেছে  । মিড ডে মিল নিম্নমানের । আবার স্কুলে না গিয়েও হাজিরা খাতায় সই করেছেন সহশিক্ষক কুণাল শেঠ । ঘটনার প্রতিবাদে স্কুলের অভিভাবক, এলাকার মানুষ ১১ জুলাই বিক্ষোভ দেখিয়েছিলেন । শেষমেশ সোমবার স্কুলে হাজির হয়ে স্কুল পরিদর্শক মলয় মন্ডল অভিযোগের সত্যতা যাচাই করেন । মঙ্গলবার অভিযুক্ত দুই শিক্ষককে "শোকজ লেটার" ধরানো হয়েছে । এ বিষয়ে স্কুল পরিদর্শক জানান,"সরকারি নিয়মে শো'কজ করা হয়েছে দুই শিক্ষককে । এবার তাঁরা তাঁদের উত্তর দেবেন ।"আগামী শুক্রবারের মধ্যে সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের কাছে লিখিতভাবে সেই উত্তর দেওয়ার কথা রয়েছে । এখন দুই শিক্ষক কি উত্তর দেন এবং তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা দপ্তর কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার বিষয়।

No comments