Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টোটো, মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে?

টোটো, মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে?পূর্ব মেদিনীপুর জেলায়  ট্রাফিক পুলিশের কড়া নজরদারি জারি থাকছে!
জাতীয় সড়কে কোনভাবে টোটো, মেশিন ভ্যান চালানো যাবে না । সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাত…

 


টোটো, মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে?পূর্ব মেদিনীপুর জেলায়  ট্রাফিক পুলিশের কড়া নজরদারি জারি থাকছে!


জাতীয় সড়কে কোনভাবে টোটো, মেশিন ভ্যান চালানো যাবে না । সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়কে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানার পুলিশ । রাস্তার ওপর টোটো, মেশিন ভ্যান থামিয়ে শুরু হয়েছে  সতর্ক করার কাজ । জাতীয় সড়কে যেখানে যখন টোটো, মেশিন ভ্যান দেখা যাচ্ছে তাদের পিছনের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । কোথাও জাতীয় সড়ক ছেড়ে  অন্য পথ ধরে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ।

           হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়ক কিংবা নন্দকুমার-দিঘা ১১৬-বি জাতীয় সড়কে এতদিন দিদার টোটো,মেশিনভ্যান চলাচল করতে দেখা গিয়েছে । ‌ কিন্তু গত কয়েক দিন আগে ১১৬-বি জাতীয় সড়কের বাজকুলে  ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে । ভয়াবহ সেই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । তারপর থেকে জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে ট্রাফিক পুলিশ । গত ৩-৪দিন ধরে হলদিয়া ট্রাফিক থানার উদ্যোগে ১১৬ নম্বর জাতীয় সড়কে মাইকিং করে টোটো এবং মেশিন ফ্যান চালকদের এ বিষয়ে সাবধান করা হয়েছে । তারপর  থেকে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানা । ১১৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়ার রানিচক থেকে ভবানীপুর থানা এলাকার কাষ্ঠখালি পর্যন্ত টানা ১৫ কিলোমিটার রাস্তায় চলছে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি । সোম, মঙ্গল, বুধ বৃহস্পতিবার তিন দিনে ১৭০ টি টোটোকে স্টার্টিং পয়েন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে । কোনো টোটোকে জাতীয় সড়ক বাদ দিয়ে অন্য রাস্তায় চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে । এমনিভাবে তিন দিনে ৬৫টি মেশিন ভ্যানকে জাতীয় সড়কে চলাচল বন্ধ করা হয়েছে । তাদের বোঝানো হয়েছে আর জাতীয় সড়কে আর চলাচল করা যাবে না । হলদিয়া ট্রাফিক থানার ওসি রানা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,"সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করা হচ্ছে‌ । তিনি বলেন এদের কোন সরকারি‌ ছাড়পত্রও নেই । বেশ কিছু যাত্রী জাতীয় সড়কে টোটোয় চেপে যাতায়াত করেন । এভাবে যাতায়াতে তাদেরকেও বিরত হতে অনুরোধ করা হচ্ছে । ট্রাফিক আইন মেনে চলতে এই কাজে সকল স্তরের মানুষের সহযোগিতা খুব প্রয়োজন ।" জানা গিয়েছে হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়কের ৫৪ কিলোমিটার রাস্তার পাশাপাশি নন্দকুমার-দিঘা ১১৬'বি জাতীয় সড়কের ৮৬ কিলোমিটার রাস্তার সর্বত্র এই বিধি মেনে চলা হচ্ছে । ডিএসপি ( ট্রাফিক ) পবিত্র বারিক জানিয়েছেন,"সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কোনভাবেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যানকে চলতে দেওয়া হচ্ছে না । দুর্ঘটনা‌ এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে । আপাতত পূর্ব মেদিনীপুর জেলার দুটি জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের এমন কড়া নজরদারি জারি থাকছে ।

No comments