টোটো, মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে?পূর্ব মেদিনীপুর জেলায় ট্রাফিক পুলিশের কড়া নজরদারি জারি থাকছে!
জাতীয় সড়কে কোনভাবে টোটো, মেশিন ভ্যান চালানো যাবে না । সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাত…
টোটো, মেশিন ভ্যান চালানো বন্ধ জাতীয় সড়কে?পূর্ব মেদিনীপুর জেলায় ট্রাফিক পুলিশের কড়া নজরদারি জারি থাকছে!
জাতীয় সড়কে কোনভাবে টোটো, মেশিন ভ্যান চালানো যাবে না । সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়কে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানার পুলিশ । রাস্তার ওপর টোটো, মেশিন ভ্যান থামিয়ে শুরু হয়েছে সতর্ক করার কাজ । জাতীয় সড়কে যেখানে যখন টোটো, মেশিন ভ্যান দেখা যাচ্ছে তাদের পিছনের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে । কোথাও জাতীয় সড়ক ছেড়ে অন্য পথ ধরে গন্তব্যে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ।
হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়ক কিংবা নন্দকুমার-দিঘা ১১৬-বি জাতীয় সড়কে এতদিন দিদার টোটো,মেশিনভ্যান চলাচল করতে দেখা গিয়েছে । কিন্তু গত কয়েক দিন আগে ১১৬-বি জাতীয় সড়কের বাজকুলে ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে । ভয়াবহ সেই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । তারপর থেকে জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে ট্রাফিক পুলিশ । গত ৩-৪দিন ধরে হলদিয়া ট্রাফিক থানার উদ্যোগে ১১৬ নম্বর জাতীয় সড়কে মাইকিং করে টোটো এবং মেশিন ফ্যান চালকদের এ বিষয়ে সাবধান করা হয়েছে । তারপর থেকে কড়া পদক্ষেপ করেছে হলদিয়া ট্রাফিক থানা । ১১৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়ার রানিচক থেকে ভবানীপুর থানা এলাকার কাষ্ঠখালি পর্যন্ত টানা ১৫ কিলোমিটার রাস্তায় চলছে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি । সোম, মঙ্গল, বুধ বৃহস্পতিবার তিন দিনে ১৭০ টি টোটোকে স্টার্টিং পয়েন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে । কোনো টোটোকে জাতীয় সড়ক বাদ দিয়ে অন্য রাস্তায় চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে । এমনিভাবে তিন দিনে ৬৫টি মেশিন ভ্যানকে জাতীয় সড়কে চলাচল বন্ধ করা হয়েছে । তাদের বোঝানো হয়েছে আর জাতীয় সড়কে আর চলাচল করা যাবে না । হলদিয়া ট্রাফিক থানার ওসি রানা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,"সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যান চলাচল বন্ধ করা হচ্ছে । তিনি বলেন এদের কোন সরকারি ছাড়পত্রও নেই । বেশ কিছু যাত্রী জাতীয় সড়কে টোটোয় চেপে যাতায়াত করেন । এভাবে যাতায়াতে তাদেরকেও বিরত হতে অনুরোধ করা হচ্ছে । ট্রাফিক আইন মেনে চলতে এই কাজে সকল স্তরের মানুষের সহযোগিতা খুব প্রয়োজন ।" জানা গিয়েছে হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়কের ৫৪ কিলোমিটার রাস্তার পাশাপাশি নন্দকুমার-দিঘা ১১৬'বি জাতীয় সড়কের ৮৬ কিলোমিটার রাস্তার সর্বত্র এই বিধি মেনে চলা হচ্ছে । ডিএসপি ( ট্রাফিক ) পবিত্র বারিক জানিয়েছেন,"সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে কোনভাবেই জাতীয় সড়কে টোটো এবং মেশিন ভ্যানকে চলতে দেওয়া হচ্ছে না । দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে । আপাতত পূর্ব মেদিনীপুর জেলার দুটি জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের এমন কড়া নজরদারি জারি থাকছে ।
No comments