স্বর্গলোকে পাড়ি দিলেন রাধাশ্যাম মহাপ্রভু জুয়েলার্সের কর্ণধার শ্রীমতি রেখা রানী দাস
"রাধাশ্যাম মহাপ্রভু জুয়েলার্স" এর কর্ণধার শ্রীমতি রেখা রানী দাস অধিকারী মহাশয়া আর আমাদের মধ্যে নেই। আজ সকাল প্রায় ৬টা নাগাদ কলকাতার একট…
স্বর্গলোকে পাড়ি দিলেন রাধাশ্যাম মহাপ্রভু জুয়েলার্সের কর্ণধার শ্রীমতি রেখা রানী দাস
"রাধাশ্যাম মহাপ্রভু জুয়েলার্স" এর কর্ণধার শ্রীমতি রেখা রানী দাস অধিকারী মহাশয়া আর আমাদের মধ্যে নেই। আজ সকাল প্রায় ৬টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বৎসর। শিক্ষিকা বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয়া দাস বলেন ওঁনার আত্মার চির শান্তি কামনা করছি। ওঁনার পুত্র সুনামধন্য ব্যবসায়ী রামকৃষ্ণ দাস অধিকারী সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
No comments