জাহালদা বি কে বি লাইন হোটেলে রমরমিয়ে চলছে অবৈধ মদের কারবার
পশ্চিম মেদিনীপুর দাঁতন ২ব্লকের জাহালদা এলাকায় (বি, কে, বি, ) হোটেল থেকে শুরু করে একাংশ লাইন হোটেলে ভাত, ডাল রুটি খাবার টেবিলেই বেআইনি মদের কারবার ফুলেফেঁপে উঠেছে। এনিয়ে …
জাহালদা বি কে বি লাইন হোটেলে রমরমিয়ে চলছে অবৈধ মদের কারবার
পশ্চিম মেদিনীপুর দাঁতন ২ব্লকের জাহালদা এলাকায় (বি, কে, বি, ) হোটেল থেকে শুরু করে একাংশ লাইন হোটেলে ভাত, ডাল রুটি খাবার টেবিলেই বেআইনি মদের কারবার ফুলেফেঁপে উঠেছে। এনিয়ে জনমানসে ক্ষোভ দেখা দিতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে শুরু করে ললাট, শাউরী, খাকুড়দা,দেলদা, জাতীয় সড়ক বরাবর লাইন হোটেলে মদের আসর বসে। এনিয়ে পুলিস ও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। ফলে অনেকেই পুলিস ও প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলছেন। অভিযোগ প্রশাসনের নাকের ডগায় জাতীয় সড়ক বরাবর মদের অবৈধ ব্যবসা গজিয়ে উঠেছে। যে কারণে অনেক সময় মদ খাওয়াকে কেন্দ্র করে ছোট বড় অশান্তি ও বিশৃঙ্খলা লেগেই থাকে।
বাসিন্দাদের অভিযোগ, ব্যাঙের ছাতার মতো যত্রতত্র মদ বিক্রি হওয়ায় এলাকার যুব সমাজে মদের প্রতি আসক্তি বাড়ছে। এক শ্রেণির অসাধু লাইন হোটেল ব্যবসায়ী প্রভাবশালীদের মদতেই মদের কারবার করে ফুলেফেঁপে উঠেছে। পুলিস ও প্রশাসন এনিয়ে কিছু করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক জাহালদা এক বাসিন্দা বলেন, এভাবে অবৈধ মদের ঠেক চলতে থাকলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তো পড়বেই পাশাপাশি প্রশাসনিক আইনশৃঙ্খলারও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। যে সমস্ত এলাকায় বা লাইন হোটেলে মদের কারবার চলছে সেগুলি অনুমোদিত নাকি বেআইনি পুলিস প্রশাসনের কর্তারা তার বৈধতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
No comments