Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনমহোৎ উৎসবে হাতিবেড়িয়া শতাধিক পরিবারে বাড়িতে গিয়ে বিক্ষরোপণ করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যগণ

বনমহোৎ উৎসবে হাতিবেড়িয়া ২৫ নং ওয়ার্ডে শতাধিক পরিবারে বাড়িতে গিয়ে বিক্ষরোপণ করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যগণ
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/56D8pa_FKtkবৃক্ষরোপনের বাৎসরিক উৎসব হল বনমহোৎসব ১৯৫০ থেকে প্রতিবছর আমাদের দেশে ১৪ই…

 


বনমহোৎ উৎসবে হাতিবেড়িয়া ২৫ নং ওয়ার্ডে শতাধিক পরিবারে বাড়িতে গিয়ে বিক্ষরোপণ করলেন বিজ্ঞান মঞ্চের সদস্যগণ


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/56D8pa_FKtk

বৃক্ষরোপনের বাৎসরিক উৎসব হল বনমহোৎসব ১৯৫০ থেকে প্রতিবছর আমাদের দেশে ১৪ই জুলাই তারিখ এই বনমহোৎসব পালিত হয়। বনায়ন ও গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে। বৃক্ষরোপণ কর্মসূচি জীবনে উৎসব বলাই শ্রেয় ।কারণ দূষণমুক্ত সুস্থ পৃথিবী গড়তে বৃক্ষরোপনের জন্য বিকল্প কোনো নেই।

বনমহোৎসবের এই শুভ মুহূর্তে মানব জীবনের বৃক্ষছেদন অপরিকল্পিত নগরায়ন পরিবেশ দূষণে কুফল এবং বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে সকলকে  এগিয়ে আসতে হবে।  সকলের কাছে বৃক্ষরোপণ ও সংরক্ষণের আবেদন পৌঁছে দিতে এই প্রয়াস যার ছত্রে ছত্রে ধ্বনিত হচ্ছে সবুজের স্বপ্ন। সবুজের আহ্বান। এই সবুজায়নের যজ্ঞে সকলের সার্বিক সহযোগিতা ইউনিটের তরফ থেকে সকলকে আহ্বান জানালেন ইউনিটের সম্পাদক সন্দীপ পাএ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া বিজ্ঞান কেন্দ্র উদ্যোগে হাতিবেড়িয়া ইউনিট এলাকায় প্রায় শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে ইউনিটের সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য নেত্রী সুচিস্মিতা মিশ্র  উপস্থিত ছিলেন বিজ্ঞান পরিষদের অন্যতম নেতৃত্ব আশীষ লাহিড়ী এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি নকুল চন্দ্র ঘাঁটি প্রমুখ।


No comments