Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মদন চাঁদ জীউর আগমনে প্রসরা গানে আনন্দে মাতোয়ারা হলেন মায়েরা

মদন চাঁদ জীউর আগমনে প্রসরা গানে আনন্দিত মাতোয়ারা হলেন মায়েরা

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড ক্ষুদিরামনগরে গোপাল বাবুর পরিবারের সকলের মন বাঞ্ছা পূর্ণ করেছেন শ্রীশ্রী ৺মদন চাঁদ জীউর তাই দ্বিতীয় বছরে বাড়িত…

 


মদন চাঁদ জীউর আগমনে প্রসরা গানে আনন্দিত মাতোয়ারা হলেন মায়েরা



পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড ক্ষুদিরামনগরে গোপাল বাবুর পরিবারের সকলের মন বাঞ্ছা পূর্ণ করেছেন শ্রীশ্রী ৺মদন চাঁদ জীউর তাই দ্বিতীয় বছরে বাড়িতে নিয়ে এলেন। প্রভুর আগমনে নরনারায়ন সেবা করালেন গোপাল প্রামানিক এবং তার পরিবারের সকল সদস্যগন। মদনচাঁদ জীউর কাছে প্রার্থনা করলেন এবং বাড়িতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী দক্ষিণা কালীর মায়ের পূজার্চনা হয়। কথিত আছে যেই কালী সেই কৃষ্ণ মিলেমিশে একাকার মদনচাঁদ জিউর কে  এনেছেন আষাঢ় মাসে, আর প্রতিবছর শ্রীমৎ দক্ষিণা কালী মায়ের পূজার্চনা করেন বৈশাখ মাসে।

 ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/x7MGujgkrXQ


আজ ১৪ ই জুলাই মদনচাঁদ জীউর আগমনে নরনারায়ন সেবা এবং প্রসারী গানের ব্যবস্থা ছিল ।বহু মানুষজন এলেন শ্রী শ্রী মদনচাঁদ জীউর প্রসাদ গ্রহণের জন্য, তৃপ্তিভরে সকলেই প্রসাদ গ্রহণ করলেন। এবং শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করলেন অনেক মায়েরা কীর্তনের তালে তালে নৃত্য করলেন। সকলেই শ্রী শ্রীকৃষ্ণের লীলা কীর্তনে মত্ত হয়ে গেলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন গোপাল প্রামানিক সহ তার পরিবারের সকল সদস্যরা। গোপাল বাবু বললেন আমি দ্বিতীয় বারের জন্য বাড়ি নিয়ে এসেছি শ্রীশ্রী মদনচাঁদ জীউর কে আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। আগামী দিনেও যদি প্রভু সকালের মঙ্গল করেন, আমাদের ভালো রাখেন আগামী বছর আনব।

No comments