ডেঙ্গু মশা মারতে চলতি অর্থবর্ষে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য
ডেঙ্গু মশা মারতে চলতি অর্থবর্ষে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। বাঙালির ত্রাস প্রধানত দু’টি মশা। একটি হল ইডিস ইজিপ্টাই, অন্যটি ইডিস অ্যালবোপিকটাস। প্রথমটি মূ…
ডেঙ্গু মশা মারতে চলতি অর্থবর্ষে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য
ডেঙ্গু মশা মারতে চলতি অর্থবর্ষে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। বাঙালির ত্রাস প্রধানত দু’টি মশা। একটি হল ইডিস ইজিপ্টাই, অন্যটি ইডিস অ্যালবোপিকটাস। প্রথমটি মূলত হয় শহরাঞ্চলে। অন্যটি গ্রামের ঝোপ-জঙ্গল ঘেরা এলাকায়। যদিও এখন দু’টি মশাই চরিত্র বদল করেছে। এই দুই মশারই লার্ভা মারতে কীটনাশকের প্রয়োজন পড়ে। দুই ধরনের কীটনাশক ব্যবহার করে রাজ্য। একটি হল জৈব কীটনাশক, অন্যটি রাসায়নিক কীটনাশক। রাজ্য এবার দুই ধরনের জৈব কীটনাশক কিনেছে। একটি কিনেছে প্রায় ৬৮ হাজার কেজি, অন্যটি প্রায় ৫০ হাজার লিটার। সবমিলিয়ে জৈব কীটনাশক খাতে সরকার বরাদ্দ করেছে প্রায় ১৫ কোটি টাকা। আর রাসায়নিক কীটনাশক খাতে খরচ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
No comments